
আব্দুর রহিম, স্টাফ রিপোর্টার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু হয়েছে।বুধবার (২২ জানুয়ারি) বিকেলে মহাসড়কের দাউদকান্দি গোমতী-মেঘনা সেতুর ওপরে এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন দাউদকান্দি পৌরসভা কলেজ পড়িয়া আরিফ উদ্দিন (১৮) এবং প্রবাসী সৈকত সরকার (১৮)।তাদের লাশ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে,আরিফ ও সৈকত দুজনই বন্ধু মোটরসাইকেলে বিকেলে ঘুরতে যাচ্ছিল। এদের মধ্যে আরিফ দাউদকান্দির ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজের প্রথম বর্ষের ছাত্র এবং পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. সালাহ উদ্দিনের ছেলে। অন্যদিকে সৈকত সরকার ইতালি প্রবাসী।