
ইয়াছিন আরাফাত, স্টাফ রিপোর্টার
কুমিল্লা উত্তর জেলা বিএনপি ও চান্দিনা উপজেলা বিএনপির আমৃত্যু সভাপতি সাবেক সফল উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ খোরশেদ আলম এর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে চান্দিনা উপজেলা জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের উদ্যোগে দোল্লাই নোয়াবপুর আহসান উল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে ওই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।এতে চান্দিনা উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ডা. মোঃ সাইফুল্লাহ বাপ্পির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমিল্লা উত্তর জেলা শাখার আহ্বায়ক আখতারুজ্জামান সরকার।বিশেষ অতিথির বক্তৃতা করেন জাতীয়তাবাদী দল কুমিল্লা উত্তর জেলা শাখার সদস্য সচিব এএফএম তারেক মুন্সী,জাতীয়তাবাদী দল কুমিল্লা উত্তর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও জাতীয়তাবাদী দল চান্দিনা উপজেলা শাখার আহ্বায়ক মোঃ আতিকুল আলম শাওন।চান্দিনা উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামাল হোসেন মুন্সীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন চান্দিনা উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী আরশাদ, পৌর বিএনপি’র সদস্য সচিব সাবেক মেয়র শাহ মো. আলমগীর খান,উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মফিজ উদ্দিন ভূঁইয়া,উত্তর জেলা ওলামা দলের আহ্বায়ক মাও: সুলতান মাহমুদ,উপজেলা যুবদলের আহ্বায়ক মাও. আবুল খায়ের,দোল্লাই নোয়াবপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহজাহান সাজু।এসময় উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপি’র আহ্বায়ক এবিএম সিরাজুল ইসলাম,চান্দিনা পৌর যুবদলের আহ্বায়ক হাজী নুরুল ইসলাম মুন্সী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরীফ খাঁন,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ইসমাইল হোসেন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো: উজ্জ্বল হোসেন রানা,দোল্লাই নোয়াবপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ইয়াছিন সরকার, বিএনপি নেতা প্রফেসর আবদুর রব, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম,সহ-সভাপতি দেলোয়ার হোসেন,সাধারন সম্পাদক কাজী জাকারিয়া পিন্টু,কুমিল্লা উত্তরজেলা সেচ্ছাসেবকদলের সহ-সভাপতি গিয়াস উদ্দিন কানন, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম সাধারন সম্পাদক জাকির হোসেন চৌধুরী,ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল কাইয়ুম খান,নবাবপুর স্বেচ্ছাসেবকদলের সাধারন সম্পাদক আবদুর রহমান, মাইজখার ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি গিয়াসউদ্দিন ভুঁইয়া, বিএনপি নেতা মাওলানা আবদুস সাত্তার,জোয়াগ ইউনিয়ন যুবদলনেতা জসিম উদ্দিনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।