
ইয়াছিন আরাফাত, স্টাফ রিপোর্টার
কুমিল্লার চান্দিনায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৭ জানুয়ারি) সকালে বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে চান্দিনা উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ(বিসিএসআইআর) এর বাস্তবায়নে উপজেলা চত্বরে ওই সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিয়া হোসেন এর সভাপতিত্বে মূখ্য প্রবন্ধ উপস্থাপক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সিনিয়র সাইন্টিফিক অফিসার মোঃ মোতালেব।সেমিনারে বায়োগ্যাস ও উন্নতচুলা তৈরি ও ব্যবহার বিষয়ে বক্তব্য দেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সাইন্টিফিক অফিসার জসীম উদ্দিন।চান্দিনা ডা. ফিরোজা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কাউছার হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মোরশেদ আলম,উপজেলা সিনিয়র মৎস্য ও প্রাণী সম্পদ কর্মকর্তা জাকির হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইকবাল হাসান।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানিক মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রতিভা রায়,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আয়েশা আক্তার, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক শাখা অফিসার আনোয়ারুল আজীম,ডা. ফিরোজা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাদেকুর রহমান কিরণ।বিসিএসআইআর এর প্রতিনিধিবৃন্ধ প্রজেক্টরের মাধ্যমে পর্দায় তাদের কার্যক্রম ও প্রযুক্তি বিষয়ক উপস্থাপনা করেন। এসময় এ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জেম,জেলি, জুস তৈরিসহ নানা বিষয়ে অজানা তথ্য জানানো হয়।আলোচনা শেষে অতিথিগন প্রদর্শনীতে অংশ নেয়া বিভিন্ন স্কুল, কলেজ এবং দফতরের আঠারোটি ষ্টল পরিদর্শন করেন। প্রদর্শনীতে চান্দিনা মহিলা কলেজ প্রথম,কংগাই উচ্চ বিদ্যালয় দ্বিতীয় এবং উপজেলা কৃষি বিভাগ তৃতীয় স্থান অর্জন করে।পরে তাদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।এছাড়া প্রদর্শনীতে অংশ নেওয়া অন্য প্রতিষ্ঠানদের মাঝে গাছের ফলজ চারা বিতরণ করা হয়।