
তাপস চন্দ্র সরকার, স্টাফ রিপোর্টার
বিশ্ব শান্তি কামনায় আসছে ৪ঠা ফেব্রুয়ারী মঙ্গলবার হতে ৮ ফেব্রুয়ারী শনিবার অরুণোদয় পর্যন্ত পাঁচদিন ব্যাপী ৪৬তম বাৎসরিক মহোৎসব অনুষ্ঠিত হবে।তদুপলক্ষে প্রথমদিন ৪ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা হতে যথাক্রমে গুরু সংঘ, গঙ্গা আবাহন অন্তে শুভ অধিবাস কীর্তন এবং দ্বিতীয়দিন ৫ ফেব্রুয়ারী বুধবার অরুণোদয় হতে ২৪ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন আরম্ভ, দ্বিপ্রহরে ভোগরাগ অন্তে মহাপ্রসাদ বিতরণ এবং তৃতীয়দিন ৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার অহোরাত্র নামযজ্ঞ, দ্বিপ্রহরে ভোগরাগ অন্তে উৎসবে আগত ভক্ত শ্রোতার মাঝে প্রসাদ বিতরণ এবং চতুর্থদিন ৭ ফেব্রুয়ারী শুক্রবার অহোরাত্র নামযজ্ঞ ও দ্বিপ্রহরে ভোগরাগ অন্তে উৎসবে আগত ভক্ত শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ এবং পঞ্চমদিন অর্থাৎ শেষদিন ৮ ফেব্রুয়ারী শনিবার অরুণোদয়ে নামযজ্ঞের পরিসমাপ্তি ও নগর পরিক্রমা।এতে নামামৃত পরিবেশন করবেন সূদুর নেত্রকোনা থেকে আগত জয় বিমলকৃষ্ণ সম্প্রদায়, সাতক্ষীরা পার্থ সারথী সম্প্রদায়, নোয়াখালী কৈবল্যনাথ সম্প্রদায়, খুলনা নব নিত্যানন্দ সম্প্রদায় ও জয় শ্রীকৃষ্ণ সম্প্রদায় এবং কুমিল্লা গোপাল কৃষ্ণ সম্প্রদায়।ওই সনাতনী মহতী অনুষ্ঠানের প্রতিটি পর্বে জাতি বর্ণ নির্বিশেষে সকলের স্নিগ্ধ সুন্দর উপস্থিতি সক্রিয় সহযোগিতা ও ঐকান্তিক সহানুভূতি কামনা করেছেন উৎসব উদযাপন কমিটির নেতৃবৃন্দ।