
ইয়াছিন আরাফাত, স্টাফ রিপোর্টার
কুমিল্লা উত্তর জেলা বিএনপি ও চান্দিনা উপজেলা বিএনপির আমৃত্যু সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. খোরশেদ আলমের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে ৫নং কেরনখাল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে ইউনিয়ন পরিষদের মাঠে এ আয়োজন করা হয়।অনুষ্ঠানে কেরনখাল ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী রুহুল কুদ্দুস মাহিনের সভাপতিত্বে এবং কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি প্রফেসর আবদুল আউয়ালের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চান্দিনা পৌর বিএনপির আহ্বায়ক এবি এম সিরাজুল ইসলাম।প্রধান বক্তা কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও চান্দিনা উপজেলা বিএনপির আহ্বায়ক আতিকুল আলম শাওন বলেন, “যে দল কাউকে রাজনৈতিকভাবে তৈরি করে, সংসদ সদস্য বানায়, মন্ত্রিত্ব দেয়—সেই দল ছেড়ে বারবার দল বদল করলে রাজনৈতিকভাবে তাকে জারজ বলা যায়।”তিনি বিএনপির সাবেক এক নেতার প্রতি ইঙ্গিত করে বলেন, “বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যাকে চারবার সংসদ সদস্য বানিয়েছেন, মন্ত্রিত্ব দিয়েছেন, তাকেই দুর্নীতির দায়ে দল থেকে বহিষ্কার করতে হয়েছে। তিনি ইসলামী দল বাদে দেশে এমন কোনো দল নেই যেখানে যাননি।”বিশেষ অতিথি ছিলেন চান্দিনা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মফিজ উদ্দিন ভূঁইয়া, চান্দিনা পৌর বিএনপির সদস্য সচিব শাহ মোহাম্মদ আলমগীর খান, চান্দিনা উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী আরশাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক মাওলানা আবুল খায়ের, কেরনখাল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সেলিম মিয়া, উপজেলা তাঁতীদলের আহ্বায়ক মো. মুস্তফা খান কামাল, কেরনখাল ইউনিয়ন যুবদলের সভাপতি নাছির উদ্দিন মিয়াজী, ইউনিয়ন মৎস্যজীবী দলের আহ্বায়ক রফিকুল ইসলাম মুন্সী, ৩নং ওয়ার্ড সদস্য সাইফুল ইসলামসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।