
(সরাফ, কুমিল্লার দাবি)
অ্যাডভোকেট রাসেল রাফি
এই মাটি, এই জল, কুমিল্লা যে প্রাণ,
দাবি তুলি জাগুক আজ গৌরবের গান।
ঢাকা থেকে কুমিল্লা সরাসরি পথ,
রেলগাড়ির গর্জনে কাটুক সব ক্ষত।
চাই আকাশপথে খোলা বিমানবন্দরের দ্বার,
অর্থনীতির শিখরে উঠুক শহর সংসার।
কাজ হোক সহজ, সময় হোক দ্রুত,
স্বপ্নেরা ফুটুক প্রাণে, দূর হোক অন্তর।
বঞ্চনার শিকল ভাঙি জাগবে এই মাটি,
অধিকার আদায়ে আজ কণ্ঠ করি খাঁটি।
উন্নয়নের আলো ছড়াক দূর থেকে দূরে,
জাতি হোক ঐক্যবদ্ধ, শাণিত এক সুরে।
বিদ্রোহী কণ্ঠে বলি, নজরুলের ভাষা,
ন্যায়ের দাবিতে জাগুক সাহসের আশা।
বিভাগ চাই, চাই পথ, বিমানবন্দর চাই,
এই দাবিতে জ্বলুক অগ্রগতির দীপালি।
শতাব্দীর এই ডাকে হও একতান,
কুমিল্লার ভবিষ্যৎ হোক উজ্জ্বল-প্রাণ।
বিভাগ, রেল, আকাশপথ-এ দাবি যে সঙ্গত,
স্বপ্ন হবে সত্যি, দেশ যাবে আরও অগ্রগত।
গড়ো একতা, ধরো হাল, হবে নতুন দিন,
তুমিই গড়বে কুমিল্লা, বিজয়ের সেই বীন।