
মোহাম্মদ নেয়ামত উল্লাহ, নিজস্ব প্রতিবেদক
বৈষম্যবিরোধী আন্দোলনে কুমিল্লার দেবীদ্বার উপজেলা সেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রাজ্জাক রুবেল ও স্কুল ছাত্র ছাব্বির হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন এর অস্ত্র উদ্ধারসহ ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বুধবার বিকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার সদরে ওই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ৪ ও ৫ আগষ্ট দেবীদ্বার পৌর সদরে হেলমেট মাথায় প্রকাশ্যে দু’হাতে অস্ত্র উপচে গুলিবর্ষণ করেন সাদ্দামসহ তার দলীয় সন্ত্রাসীরা।ওই সময় উপজেলা সেচ্ছাসেবক দলের নেতা আবদুর রাজ্জাক রুবেল গুলিবিদ্ধ হয়ে নিহত হন ও স্কুল ছাত্র ছাব্বির হোসেন গুরতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় একমাস পর মারা যান।রুবেল ও সাব্বির হত্যা মামলার ঘটনায় দায়েরকৃত পৃথক দু’টি হত্যা মামলার আসামীসহ ৪টি মামলার আসামী হন সাদ্দাম। তিনি কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী আসনের সাবেক আওয়ামীলীগ দলীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এর আস্থাভাজনদের মধ্যে অন্যতম ছিলেন। গত ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর কাতার পালিয়ে যান সাদ্দাম, সেখান থেকে সৌদি আরব আরব চলে যান।মঙ্গলবার গভীর রাতে দেশে ফিরেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার হন তিনি। সে উপজেলার সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও দেবীদ্বার উত্তর পাড়ার জামাল উদ্দিনের ছেলে।বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন, দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজের সাবেক এজিএস মোকবল হোসেন, বিএনপি নেতা ইব্রাহিম কন্ট্রাকটর, জসিম উদ্দিন, গোলাম মোস্তফা, সাদ্দাম মিয়া, নাজিম উদ্দিন, মাহফুজ সরকার ও আবুল খায়ের, ডালিম প্রমুখ।