
মোঃ রাশেদুল ইসলাম, স্টাফ রিপোর্টার
অমর একুশে বইমেলা ২০২৫-এ প্রকাশিত হতে যাচ্ছে কুমিল্লার দাউদকান্দির দুই তরুণ লেখক ও গণমাধ্যমকর্মী শরীফ প্রধান ও হোসাইন মোহাম্মদ দিদারের পৃথক দু’টি বই।সাংবাদিক শরীফ প্রধানের বই ‘শিক্ষানবিশ সাংবাদিকতা’।বইটি প্রকাশ করছে প্রকাশনা প্রতিষ্ঠান প্রতিভা প্রকাশ।সাংবাদিকতা বিষয়ক বইটির প্রচ্ছদ করেছেন শাহাদাত শিবলী।মুদ্রিত মূল্য রাখা হয়েছে ৪৫০ টাকা।বইটি শিক্ষানবিশ সাংবাদিকদের জন্য গুরুত্বপূর্ণ বলে জানান লেখক।সাংবাদিক হোসাইন মোহাম্মদ দিদারের “বুক পকেটে মৃত্যু নিয়ে ঘুরি” কবিতার বইটি প্রখ্যাত প্রচ্ছদ শিল্পী ধ্রুব এষের আঁকা নান্দনিক নজরকাড়া প্রচ্ছদে বিভাস প্রকাশনী থেকে অমর একুশে বইমেলা-২৫ এর প্রথম সপ্তাহে ৪০৬/৪০৭ নং স্টলে পাওয়া যাবে। এটি তাঁর ৭ম কবিতার বই।উল্লেখ্য, শরীফ প্রধান দৈনিক ইত্তেফাক এবং হোসাইন মোহাম্মদ দিদার জাতীয় ইংরেজি দৈনিক দ্যা বাংলাদেশ টুডে’র দাউদকান্দি উপজেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা করছেন।