
মোহাম্মদ নেয়ামত উল্লাহ, নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা মহানগরীতে টিউশনি করে ক্যাম্পাসে ফেরার পথে শাকিল আহমেদ সবুজ নামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থীকে অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয়।ভুক্তভোগী কুবি শিক্ষার্থী শাকিল আহমেদ সবুজ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪র্থ ব্যাচের শিক্ষার্থী।শুক্রবার (৩১ জানুয়ারি) ভোর রাতে ঘটনার সাড়ে পাঁচ ঘণ্টা পর নগরীর ছোটরা এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ।এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নাহিদ নামে একজনকে আটক করেছে পুলিশ।কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ৯টার দিকে শাকিল নগরীর বাগিচাগাঁও এলাকায় টিউশনি করে ক্যাম্পাসে থেকে ফেরার পথে অপহরণকারীদের হাতে আটক হন। পরে তার সহপাঠীদের কাছে ফোন করে ১০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।বিষয়টি রাত সাড়ে ১২টায় কুমিল্লা কোতয়ালী থানা পুলিশকে জানানো হলে শাকিলকে উদ্ধারে পুলিশ অভিযানে বের হয়।এক পর্যায়ে রাত ২টা ৪০ মিনিটে নগরীর ছোটরা এলাকার তোয়া হাউজিং থেকে শাকিলকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় নাহিদ নামে এক অপহরণকারীকে আটক করা হয়।পরে শাকিলকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভোর সাড়ে ৫টার দিকে ক্যাম্পাসে নিয়ে যায় তার সহপাঠীরা।কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, “রাতে খবর পাওয়ার পরপরই আমরা অভিযানে বের হই। তথ্যপ্রযুক্তির সহায়তায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শাকিলকে উদ্ধার করতে সক্ষম হই। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”