
ইয়াছিন আরাফাত, স্টাফ রিপোর্টার
এসো দেশ বদলাই পৃথিবী বদলাই তারুণ্যের উৎসব ২০২৫ উৎযাপন উপলক্ষে কুমিল্লার চান্দিনায় ডাঃ ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে তারুণ্য মেলা-২০২৫ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার(৩০ জানুয়ারি) সকালে চান্দিনা ডাঃ ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজর আয়োজনে, বিদ্যালয়ের মাঠে এই তারুণ্য মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।ডাঃ ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজর ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছাদেকুল ইসলাম কিরনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন চান্দিনা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাসান,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার যুগ্ম আহবায়ক আবুল কাশেম অভি,জেলা যুগ্ম আহবায়ক ইয়াসিন আরাফাত হিমু,ইসতিয়াক আহম্মেদ ইফতি,সম্রাট রাব্বি,মেহেদী হাসান রিফাত।ডা.ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজর সহকারী শিক্ষক কাউছার হোসেনর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, অভিভাবক পরিষদের সদস্য আহম্মেদ শরীফ মিঠু, ডাঃ ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজেরসিনিয়র শিক্ষক জি এম আজিজুল হক, হরিলাল দেবনাথ,সহকারী শিক্ষক মো: শরীফ হোসেন,বিষ্ণু পদ সরকার,মো: আবু ইউনুছ সহ শিক্ষক অভিভাবক ছাত্রীরা উপস্থিত ছিলেন।পরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর পরিবেশে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।