
মোহাম্মদ নেয়ামত উল্লাহ, নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা দেবীদ্বার উপজেলার ১৫ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার মধ্যে ২১২ টি গ্রামের সকল অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিজিটাল পদ্ধতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে চালুু করা হয়েছে www.rezviulahsan.com নামে একটি ওয়েবসাইট অভিযোগ বক্স। শুক্রবার দুপুর ২ টায় কুমিল্লা ৪ দেবীদ্বার নির্বাচনী এলাকার চারবারের সাবেক সংসদ সদস্য,বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আলহাজ্ব ইন্জিনিয়ার মন্জুরুল আহসান মুন্সীর সুযোগ্য সন্তান কুমিল্লা জেলা উত্তর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজভীউল আহসান মুন্সীর ভেরিফাই আইডি থেকে পোস্ট করে এ তথ্য জানানো হয়। এমনি দেবীদ্বারে চাঁদাবাজীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২ মিনিট ৮ সেকেন্ড এর একটি ভিডিও বার্তা দেওয়া হয়। তার আইডিতে এমন পোস্ট করলে ভোলো উদ্যোগ বলে ব্যপক সাড়া জাগে উপজেলার সকল শ্রেণির বিভিন্ন পেশাজীবিদের মাঝে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার আইডিতে তিনি দেবীদ্বার বাসীর উদ্দেশ্য পোস্ট করে যা লিখেছেন-” দেবিদ্বার এর সকল অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে,একটি বিশেষ ওয়েবসাইট www.rezviulahsan.com চালু করা হয়েছে। এখানে অভিযোগ বক্স রয়েছে,যেখানে আপনি সহজেই আপনার অভিযোগ জানাতে পারবেন। প্রতিটি অভিযোগ গুরুত্বসহকারে পর্যালোচনা করা হবে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। যদি অভিযোগের সাথে প্রমান যুক্ত করতে পারেন। তবে দ্রুত সমাধান সম্ভব হবে। আপনার অভিযোগের বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য,অনুগ্রহ করে আপনার মোবাইল নম্বর সংযুক্ত করুন। এতে যোগাযোগ করে প্রযোজনীয় তথ্য সংগ্রহ করা সহজ হবে। আপনার দেওয়া সকল তথ্য সম্পূর্ণ গোপন রাখা হবে এবং কোনো অবস্থাতেই তা তৃতীয় পক্ষের সাথে শেয়ার করা হবে না”। এছাড়াও ওয়েবসাইট ও অভিযোগ জানাতে কোনো সমস্যা হলে তার ইমেল সাইটে ইমেল করার কথা বলা হয়েছে।