
মতিউর রহমান নিজামি, স্টাফ রিপোর্টার
কুমিল্লা লালমাই উপজেলার অর্ধ-শতবর্ষী বিদ্যাপীঠ হাজতখোলা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে বিদ্যালয়ের মাঠে বিভিন্ন ইভেন্টে এ পুরষ্কার বিতরণ সম্পন্ন হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ মজুমদার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলকাছুর রহমান মেম্বার, মাস্টার আবদুল বারী, ভূলইন উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এমরান কবির, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওমর ফারুক সুমন, প্রফেসর আবু আকমান মাসুদ মজুমদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম লোকমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ইয়াছিন ফরায়েজি, সোনালী ব্যাংক পিএলসির সিনিয়র প্রিন্সিপাল অফিসার আমিনুল ইসলাম, ভূলইন উত্তর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইসমাইল হোসাইন, ইউনিয়ন বিএনপির আহবায়ক আবদুল ওহাব, সদস্য সচিব জাহাঙ্গীর আলম মিন্টু, জেলা স্বেচ্ছাসেবকদলের শিক্ষা বিষয়ক সম্পাদক মাস্টার শাহ আলম, হাজতখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাওলানা শাহাদাত হোসাইন মিয়াজি, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল মুন্সী, যুবদল নেতা ইকবাল হোসেন আরিফ, ইউনিয়ন যুবদলের আহবায়ক হাবিবুর রহমান হাফেজ, সদস্য সচিব মিজানুর রহমান, স্বেচ্ছাসেবকদল নেতা নাজমুল হাসান, ছাত্রদল নেতা রাসেল আহম্মেদ সহ অনেকে।