
মোহাম্মদ ইকবাল হোসেন,
(কুমিল্লা জেলা প্রতিনিধি)
কুমিল্লা জেলাধীন বুড়িচং ও ব্রাক্ষণপাড়া উপজেলার বিসিএস (প্রশাসন) পরিবারের এক “প্রীতি সম্মেলন” আজ ৩১ জানুয়ারি ২০২৫ তারিখ শুক্রবার কুমিল্লার বার্ডে অনুষ্ঠিত হয়। প্রীতি সম্মেলনে
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের মাননীয় সচিব জনাব মোঃ নজরুল ইসলাম এবং বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের মাননীয় সচিব ড. মোঃ সানোয়ার জাহান ভূঁইয়াসহ বিসিএস (প্রশাসন) ক্যাডারের বিভিন্ন ব্যাচের কর্মকর্তাবৃন্দ ও তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন৷
কুমিল্লা জেলার অন্তর্গত গোমতী-ঘুঙ্গুর নদীর পল্লল বিধৌত উর্বর সমতল অঞ্চল নিয়ে গঠিত শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টি ও অসভ্যতার লীলাভূমি ভালর সীমান্ত ঘেষা উপজেলা হচ্ছে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া। এটি তৎকালীন বৃহত্তম বুড়িচং অঞ্চল এবং মুক্তিযুদ্ধকালীন ২নং সেক্টরের অন্তর্গত।
এখানকার ইতিহাসের পাতা বিশ্লেষণ করলে অনেক প্রাণপুরুষের নাম পাওয়া যাবে যারা সভ্যতা ও সমাজ বিনির্মাণ, মানুষের অধিকার ও মুক্তির সংগ্রাম ও স্বাধীনতা অর্জনে ভূমিকা রেখে গেছেন। তেমনি বর্তমান প্রজন্ম ও আধুনিক বাংলায় সেরকম উন্নত ও সম্ভাবনাময় ব্যক্তিবর্গও এখানে খুঁজে পাওয়া যাবে যারা দেশের উন্নয়ন ও বিকাশে এবং রাষ্ট্র পরিচালনায় সরকারের বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রেখে যাচ্ছেন। লেখকের ভাষায় “বাংলাদেশ সচিবালয় যেন একখন্ড বুড়িচং-ব্রাহ্মণপাড়া”। কারণ শত-শত বিসিএস অফিসারই হয়েছেন বুড়িচং ও ব্রাহ্মণপাড়া থেকে। শুধু বিসিএস (প্রশাসন) ক্যাডারেই বর্তমানে আছেন ৩৩ জনের বেশি কর্মকর্তা যাদের জন্মস্থান এ মাটিতেই।
বুড়িচংও ব্রাক্ষণপাড়া উপজেলার বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাদের অদ্যাকার “প্রীতি সম্মেলন” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের মাননীয় সচিব এবং বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন এর সভাপতি মোঃ নজরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের সচিব ড. মোঃ সানোয়ার জাহান ভূঁইয়া। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব মোহাম্মদ সাইফুল হাসান, উপসচিব, আইসিটি ডিভিশন। অনুষ্ঠানে সবার পরিচিতি পর্ব ও মতবিনিময় শেষে প্রশাসন পরিবারের পক্ষ থেকে বুড়িচং উপজেলার কৃতি সন্তান সচিব মো: নজরুল ইসলাম এবং ড. সানোয়ার জাহান ভূঁইয়াকে ফুল ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
প্রীতি সম্মেলনে যারা উপস্থিত ছিলেন তারা হচ্ছেন জনাব মোহাম্মদ এনামুল হক, যুগ্মসচিব, কৃষি মন্ত্রণালয়, মোহাম্মদ সাইফুল হাসান রিপন, উপসচিব, আইসিটি ডিভিশন, বদরুল হাসান লিটন, উপসচিব, ওয়ারপো, পি. কে.এম. এনামুল করিম, উপসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়, ড. মোহাম্মদ জসিম উদ্দিন, উপসচিব, অর্থ মন্ত্রণালয়, ড. মোহাম্মদ আবদুল সালাম, উপসচিব, স্বরাষ্ট মন্ত্রণালয়, মোঃ রাহাত উজ জামান, সিনিয়র সহকারী সচিব, আরিফুর রহমান, সিনিয়র সহকারী সচিব, তাপসী রাবেয়া, আইসিটি অধিদপ্তর, সিনিয়র সহকারী সচিব,শামসুন নাহার সুমি, উপসচিব, পার্বত্য চট্টগ্রাম বিষয়িক মন্ত্রণালয়, মোঃ শাহীন মিয়া, সিনিয়র সহকারী সচিব, মোঃ আশিকুর রহমান চৌধুরী, সিনিয়র সহকারী সচিব, মোঃ ইবনে-আল-জায়েদ হোসেন, ইউএনও, হাজীগঞ্জ, সিনিয়র সহকারী সচিব, এস.এম.এন. জামিউল হিকমা, সিনিয়র সহকারী সচিব, জিয়াউল ইসলাম, সিনিয়র সহকারী সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়, সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভূঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার, ব্রাক্ষণবাড়িয়া সদর, মোঃ আল ইমরান খান, সহকারী কমিশনার (ভুমি), চাঁদপুর সদর, জনাব মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার, সিনিয়র সহকারী সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়, আব্দুল হান্নান, যুগ্ম সচিব, আশিকুর রহমান চৌধুরী, সিনিয়র সহকারী সচিব, দুদক, এস.এম.এন. জামিউল হিকমা সিনিয়র সহকারী কমিশনার , চট্টগ্রাম, আরিফুর রহমান – ইউএনও, পরশুরাম, ফেনী, প্রমুখ যারা সবাই বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার অধিবাসী। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং, ব্রাহ্মণপাড়া ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার ভূমি।
উপসচিব মোহাম্মদ সাইফুল হাসান জানান যে, বুড়িচং ও ব্রাহ্মণপাড়ায় শুধুমাত্র বিসিএস প্রশাসন ক্যাডাররের প্রায় ৩৩ জন কর্মকর্তা রয়েছেন। অন্যান্য ক্যাডারসহ এর সংখ্যা ২৫০ জনের বেশি হবে।