
মোঃ আবদুল আউয়াল সরকার, স্টাফ রিপোর্টার
ব্যাপক উৎসাহ,উদ্দীপনা আর নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে
কুমিল্লা আইএইচটি এন্ড ম্যাটর্সে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। ঢাক-ঢোল-কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পূজামণ্ডপ। ঐশ্বর্যদায়িনী, বুদ্ধিদায়িনী, জ্ঞানদায়িনী, সিদ্ধিদায়িনী, মোক্ষদায়িনী এবং শক্তির আধার হিসেবে সনাতন ধর্মাবলম্বীরা সরস্বতী দেবীর আরাধনা করেন।স্বরস্বতী পূজা করলে বিদ্যালাভ হয়। পূজা করার মূল কথা হলো জ্ঞানের প্রতি শ্রদ্ধা প্রকাশ করা, জ্ঞান অর্জনে আগ্রহী হওয়া।সোমবার (০৩ ফেব্রুয়ারি২০২৫ খ্রিঃ) কুমিল্লা ইন্সস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) এন্ড মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) ঠাকুরপাড়া কুমিল্লায় হিন্দুধর্মাবলম্বি শিক্ষার্থীরা নানা আয়োজনে স্বরস্বতী পূজা উদযাপন করেছে।ঠাকুরপাড়া পূজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহকারি অধ্যাপক পিযুষ কান্তি সরকার,প্রতিষ্ঠানের শিক্ষক মোঃ আবদুল আউয়াল সরকার,অফিস সহকারী তপন,রাজেস।শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত নিমাই,গোস্বামী, জয় চন্দ্র, অর্ণব, শান্ত চন্দ্র,জয় ভৌমিক,হৃদয় দেবনাথ,অনির্বাণ,রাতুল,প্রভা,তৃষ্ণা,নয়নশীল, অর্জিতা দাসসহ অনেকে।প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক পিযুষ কান্তি সরকার বলেন,সরস্বতী দেবী শ্বেতশুভ্রবসনা। দেবীর এক হাতে বেদ, অন্য হাতে বীণা। এজন্য তাকে বীণাপানিও বলা হয়। সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী তার আশীর্বাদের মাধ্যমে মানুষের চেতনাকে উদ্দীপ্ত করতে প্রতি বছর আবির্ভূত হন ভক্তদের মাঝে। শিক্ষার্থীরাই এই পূজায় মনোযোগী হয়।