
মোঃ মোশাররফ হোসেন তালুকদার, স্টাফ রিপোর্টার
কুমিল্লা নাঙ্গলকোটের বৃহত্তর আদ্রা ইউনিয়ন জাগ্রত তরুণ সংঘের ২০২৫-২৬ সালের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে স্থানীয় ভোলইন বাজার আলিম মাদ্রাসা মাঠে বৃহত্তর আদ্রা ইউনিয়ন জাগ্রত তরুণ সংঘের বার্ষিক সাধারণ সভার মাধ্যমে কার্যকরী কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক জয়নাল আবেদিন দুখু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ মাইনুল হক মজুমদার বাবলু। প্রধান মেহমান ছিলেন মাওলানা ইউসুফ ভূঁইয়া। বিশেষ মেহমান ছিলেন মাস্টার মফিজুর রহমান, মাস্টার সাইফুল্লাহ, ডাঃ আব্দুল হক প্রমুখ। উক্ত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে জয়নাল আবেদিন দুখুকে সভাপতি ও সাখাওয়াত আল হোসাইনকে সাধারণ সম্পাদক করে ৫১সদস্য বিশিষ্ট বৃহত্তর আদ্রা ইউনিয়ন জাগ্রত তরুণ সংঘের কার্যকরী কমিটি গঠন করা হয়।