
মারুফ হোসেন, নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার বুড়িচং উপজেলা বাকশীমুল সুন্নীয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়।বুধবার (৫ ফেব্রুয়ারী) অধ্যক্ষ মাওলানা মোঃ মফিজুল ইসলাম এর সভাপতিত্বে বাকশীমুল স্কুল ও মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে সাংস্কৃতিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবদুল মান্নান।আরও উপস্হিত ছিলেন বাকশীমুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ এনামুল হক সবুজ,আলহাজ্ব আবদুর রশিদ, বাকশীমুল ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ শরীফুল ইসলাম, সাবেক অধ্যক্ষ মোঃ সলিমুল্লাাহ, বাকশীমুল মাদ্রাসার সাবেক গভর্নিং বডির সভাপতি হাজী মোঃ মফিজুল ইসলাম,বাকশীমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউনুস মিয়া,সমাজ সেবক হাবিবুর রহমান, হাজী সফিকুল ইসলাম, সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার বলেন খেলাধুলা শিক্ষার একটি অংশ। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করতে হবে।টেকনোলজি ডিভাইস বিশেষ করে মোবাইল ফোন বন্ধ করে পড়াশোনা মনোযোগ দিতে হবে। তিনি আরও বলেন পড়াশোনা করে মার্জিত ভদ্র নম্র হতে হবে। যথাযথ মানুষ হতে ভালো করে পড়াশোনা করতে হবে।ভালো মানুষ হতে হবে।