
ফজলুল হক জয়, নিজস্ব প্রতিবেদক
অবশেষে ভুল বোঝাবুঝির নিরসন হয়ে কুমিল্লার লাকসামের ঐতিহ্যবাহী দোগাইয়া দরবার শরীফের ১৩১ তম ওরস শরীফ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।জানা যায়,গত ৫ আগস্টের পূর্বে লাকসামের ঐতিহ্যবাহী দোগাইয়া চাঁদপুর দরবার শরীফের দায়িত্বে ছিলেন সৈয়দ রেজাউল হক চাঁদপুরী।যার বিরুদ্ধে উক্ত দরবার শরীফে বিভিন্ন সময়ে ইসলাম ও শরীয়ত বিরোধী বিভিন্ন কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে।তাছাড়া বিশিষ্ট ইসলামিক বক্তা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর নামে মামলা সহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়েছেন তিনি এ ধরনের বিস্তর অভিযোগ রয়েছে সৈয়দ রেজাউল হক চাঁদপুরীর বিরুদ্ধে।এমতাবস্থায়,২৪ সালের গণঅভ্যুত্থানের ছাত্র জনতার বিপ্লবের মুখে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত থাকা সৈয়দ রেজাউল হক চাঁদপুরী উক্ত দরবার শরীফ এমনকি এলাকা ছাড়তে বাধ্য হয় যার ফলে দোগাইয়া চাঁদপুর দরবার শরীফটি অরক্ষিত হয়ে পড়ে।ফলশ্রুতিতে, এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে প্রশাসন এ দরবার শরীফের দেখভাল করার জন্য নতুন মোতোওয়াল্লি হিসেবে নিয়োগ প্রদান করেন সৈয়দ মনজুর-উল- আলম চাঁদপুরীকে।পূর্ব ঘোষণা অনুযায়ী ৫ ফেব্রুয়ারি (বুধবার) এই দোগায়াইয়া দরবার শরীফের ১৩১ তম ওরস শরীফ অনুষ্ঠিত হওয়া প্রসঙ্গে সাংবাদিক সম্মেলন করেন বর্তমান মোতোওয়াল্লি মনজুর-উল-আলম চাঁদপুরী। সাংবাদিক সম্মেলনে অভিযোগ করে তিনি বলেন, উক্ত দরবার শরীফের সাবেক দায়িত্বপ্রাপ্ত রেজাউল হক চাঁদপুরী ক্ষমতার প্রতাপ দেখিয়ে বিভিন্ন সময়ে তাদের ভাই-বোনদের জায়গা জমি আত্মসাৎ করেন।এধরনের নানাবিধ অভিযোগের ভিত্তিতে এ দরবার শরীফ থেকে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।তিনি ছাত্রজনতার দৃষ্টি আকর্ষণ করে বলেন,এই ১৩১ তম ওরশ শরীফের সাথে রেজাউল হক চাঁদপুরীর কোন সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না।হকের পন্থায় থাকার দৃঢ় প্রত্যয় ঘোষণা করে তিনি বলেন,এ দরবার শরীফে যদি কোন বাতেল থেকে থাকে ভবিষ্যতে এমন কর্মকাণ্ড আর পরিচালিত হবে না এবং বিতর্কিত রাজনৈতিক নেতা সৈয়দ রেজাউল হক চাঁদপুরী ভবিষ্যতে এই দরবার শরীফে আসার কোন সুযোগ পাবে না।সাংবাদিক সম্মেলনে তিনি তার এই বিষয়টি স্পষ্ট করার পর অবশেষে উত্তেজিত ছাত্র জনতার সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে সম্ভাবনা দেখা দিয়েছে।সাংবাদিক সম্মেলন শেষে বর্তমান মোতোওয়াল্লী সৈয়দ মনজুর-উল- আলম সবার কাছ থেকে সহযোগিতা কামনা করেছেন এবং দোয়া চেয়েছেন।