
সোনিয়া আফরিন, স্টাফ রিপোর্টার
কুমিল্লার হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) বিদ্যালয় প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ক্ষেমালিকা চাকমা।শিক্ষার্থী নাদিয়া তাসনিম ও আদিবার সঞ্চালনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম,সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দাতা সদস্য মো. জহিরুল হক, পল্লী উন্নয়ন অফিসার স্বপন চন্দ্র বর্মন,খাদ্য নিয়ন্ত্রক মো. ওয়াসিম, কো- অপ্ট সদস্য মো. ফারুক উদ্দিন, স্থায়ী দাতা সদস্য চন্দ্র হাস রায়, ম্যানেজিং কমিটির সদস্য আক্তার হোসেন, হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, থানা প্রেসক্লাবের সভাপতি কামাল হোসেন, সহকারী প্রধান শিক্ষক শরীফুল ইসলাম, সিনিয়র শিক্ষক আনারকলি, মো. আইয়ুব আলী ও তাজরুল ইসলামসহ শিক্ষক,অভিভাবক – শিক্ষার্থী উপস্থিত ছিলেন।