
মোহাম্মদ নেয়ামত উল্লাহ, স্টাফ রিপোর্টার
কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানার অন্তর্গত এক বিশেষ অভিযানে ২১,০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।অভিযানে একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বুধবার (৫ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭:৪৫ ঘটিকায়, এসআই নজরুল ইসলাম এবং তার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন ০৬নং পূর্ব জোড়কানন ইউনিয়নের কৃষ্ণপুর সাকিনের রাহাত পাম্পের উত্তর পাশের কৃষ্ণপুর রাস্তার মাথায় অভিযান পরিচালনা করেন।একটি সিএনজি গাড়ী তল্লাশি করার সময়, পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী মোঃ ফজলে রাব্বী (১৯) পালানোর চেষ্টা করে। তবে এসআই নজরুল এবং তার সঙ্গীয় ফোর্সের সহায়তায় আসামীকে ধরা হয়।এ-সময় তল্লাশি করে ২১০০ পাতা ট্যাপেন্টাডল ট্যাবলেট ১০০ মি.গ্রা. প্রতিটি পাতায় ১০ টি করে ট্যাবলেট,সর্বমোট ২১,০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি পুরাতন সিএনজি গাড়ী জব্দ করেন।আটক রাব্বী সদর দক্ষিণ মডেল থানার মথুরাপুর গ্রামের আব্দুর রহিম মিয়ার পুত্র।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবত সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিক্রি করে আসছিল।আটককৃত ব্যক্তির বিরুদ্ধে ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারা অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।কুমিল্লা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।স্থানীয় বাসিন্দারা পুলিশের এই সক্রিয় অভিযানের প্রশংসা করেছেন।সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, মাদকসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসপি মহোদয়ের নির্দেশ আমরা নিরলস কাজ করে যাচ্ছি।