
ফজলুল হক জয়, নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র কমিটি বিলুপ্তির ঘোষণা আসার সঙ্গে সঙ্গেই নানান মহলে চলতে থাকে জল্পনা-কল্পনা।কে হচ্ছেন আগামী দিনের জেলা বিএনপির কর্ণধার?এমন প্রশ্নের যেন মৌন উত্তর ছিল একটিই-জাকারিয়া তাহের সুমন।দল এবং অঙ্গ সংগঠন ছাড়াও সর্ব মহলে চলতে থাকে জাকারিয়া তাহের সুমন কে নিয়ে আলোচনা।মূলত জেলা বিএনপির বিশাল একটা অংশ সুমনকে রেখেছিলেন আলোচনার তুঙ্গে।অবশেষে সত্যি হলো সেই আলোচনা।কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক হলেন প্রবীণ এই বিএনপি নেতা।ঘনিষ্ঠ সূত্রে জানা যায়,বিএনপি’র কর্মী হিসেবে পরিচয় দেয়া কুমিল্লা-৮ আসন থেকে জাতীয়তাবাদী দল বিএনপি’র সংসদ সদস্য নির্বাচিত এই জাকারিয়া তাহের সুমন কখনো পদ-পদবী লিপ্সু ছিলেন না।দলকে শক্তিশালী এবং অধিকতর সাংগঠনিক করার ক্ষেত্রেই কাজ করতেন তিনি।দলকে সাংগঠনিকভাবে আরো মজবুত করার লক্ষ্যেই এ দায়িত্ব দেয়া হয়েছে প্রবীণ এবং অভিজ্ঞ এই নেতাকে এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট সবাই।গতকাল বিকেলে নবগঠিত কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানই প্রমাণ করে কতটা উচ্ছ্বাসিত নেতাকর্মীরা।কুমিল্লা নগরীর কান্দিরপাড়ের দলীয় কার্যালয় মুহূর্তেই হয়ে গেল নেতাকর্মী এবং জনতার সমুদ্র।নতুন এই কমিটিকে পেয়ে উচ্ছ্বাসিত এবং উৎফুল্ল সর্বস্তরের নেতাকর্মীরা।নেতাকর্মীরা মনে করেন নবগঠিত এই কমিটি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপিকে অনেক দূর এগিয়ে নিবেন।উল্লেখ্য,জাকারিয়া তাহের সুমন এর আগে জাতীয় নির্বাহী কমিটি,বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ছিলেন।