
তাপস চন্দ্র সরকার, স্টাফ রিপোর্টার
আসছে ১৪ ফেব্রুয়ারী শুক্রবার কুমিল্লা মহেশাঙ্গণে শ্রী শ্রী লোকনাথ স্মৃতি তর্পন সংঘ ও লোকনাথ যুব সেবা সংঘ এর যৌথ আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে দানবীর স্বর্গীয় মহেশচন্দ্র ভট্টাচার্যের ৮১তম তিরোধান স্মরণানুষ্ঠান পালিত হবে।তদুপলক্ষে পূর্বাহ্ন ৭টা হতে যথাক্রমে প্রাতঃকালীন পূজা, তুলসী তর্পণ ও বাল্যভোগ এবং রামায়ণ গান, বাবার পূজার্চনা ও রাজভোগ শেষে উৎসবে আগত ভক্ত শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ এবং সন্ধ্যায় দানবীর স্বর্গীয় মহেশচন্দ্র ভট্টাচার্যের প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধাঞ্জলি শেষে গীতা পাঠ ও শীতবস্ত্র বিতরণ।ওই অনুষ্ঠানের প্রতিটি পর্বে সনাতনী সকলের উপস্থিতি ও সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।