নিজস্ব প্রতিবেদক
আসছে ১২ ফেব্রুয়ারী (বুধবার) মাঘীপূর্ণিমা উপলক্ষে শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ গিরি মহারাজ এর প্রতিষ্ঠিত ঐতিবাহী চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলাধীন ৩নং খাদেরগাঁও ইউনিয়নস্থিত চর চাঁদপুর (লামচরী) ব্রহ্মানন্দ যোগাশ্রমে প্রতি বছরের ন্যায় এবারও মহামধুময় বিশ্ব জননী শান্তি, বিশ্ব মানবতার মহাস্বস্তি, সর্বভূতের অশেষ কল্যাণ, জন জাগরণী প্রেম সম্পৃক্ত ভাবনার প্রসারণ ও ধর্মীয় উদ্দীপনার বিকিরণ কল্পে আচার্য্যপাদ, মহামন্ডলেশ্বর পরমহংসদেব শ্রী শ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের অমেয় শক্তি সঞ্চারনী অনুপ্রেরণায় উদ্দীপ্ত হয়ে শ্রী শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ এর অশেষ কৃপায় পরমারাধ্য, পুজ্যষ্পাদ শ্রী শ্রী গুরু মহারাজের শুভাগমন এবং ব্রহ্মানন্দ যোগাশ্রমের ৯৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শ্রী শ্রী বিশ্ব শান্তি গীতা যজ্ঞ ও সনাতন ধর্ম সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হবে।
তদুপলক্ষে ১১ ফেব্রুয়ারী (মঙ্গলবার) বিকেল ৩টায় ওঁকার ও বাবা মনির বিগ্রহ নিয়ে পল্লী পরিভ্রমণ এবং সন্ধ্যায় মঙ্গল শঙ্খ ধ্বনি, সমবেত প্রেম ধ্বনি, মঙ্গল ঘট পূরণ শেষে মাঘীপূর্ণিমা উৎসবের অধিবাস এবং ১২ ফেব্রুয়ারী (বুধবার) ব্রহ্মমুহূর্তে মঙ্গলারতি, প্রভাতীয়া শিবস্তুস্তি, গুরু বন্দনা ও হরি ওঁ কীর্তন। এরপর শ্রী শ্রী চণ্ডী পাঠ শেষে শ্রী শ্রী বিশ্ব শান্তি গীতা যজ্ঞের শুভারম্ভ এবং সকাল ১১টায় দীক্ষা দান অনুষ্ঠান, দুপুর ২টায় উৎসবে আগত ভক্ত শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ এবং বিকেল ৩টায় “অসাম্প্রদায়িকতা ধর্মের ভূষণ”- শীর্ষক ধর্মীয় আলোচনাসভার শুভ উদ্বোধন করবেন চট্টগ্রাম সীতাকুণ্ডস্থ শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ বিশ্ব বরেণ্য যোগাচার্য্য শ্রী শ্রী মৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ। এতে চর চাঁদপুর (লামচরী) ব্রহ্মানন্দ যোগাশ্রমের সভাপতি শংকর রাও নাগ এর সভাপতিত্বে এবং স্থানীয় ইউপি সদস্য তাপস সরকার এর সঞ্চালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখবেন চর চাঁদপুর (লামচরী) ব্রহ্মানন্দ যোগাশ্রমের সাধারণ সম্পাদক সমরেশ হালদার। সবশেষে সন্ধ্যায় বিশ্ব শান্তি কল্পে বেদ বাণী পাঠের মাধ্যমে মাঘী পূর্ণিমা উৎসবের সমাপ্তি।ওই যজ্ঞানুষ্ঠানে পৌরোহিত্য করবেন চট্টগ্রাম সীতাকুণ্ডস্থ আন্তর্জাতিক শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ যোগাচার্য্য শ্রী শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ। যজ্ঞে অংশ গ্রহণ করবেন আন্তর্জাতিক শংকর মঠ ও মিশনে শ্রীমৎ স্বামী মুক্তানন্দ গিরি মহারাজ, শ্রীমৎ স্বামী উত্তমানন্দ গিরি মহারাজ, শ্রীমৎ স্বামী জগদ্বীশ্বরানন্দ গিরি মহারাজ, শ্রীমৎ রূপকানন্দ ব্রহ্মচারী মহারাজ, শ্রীমৎ পুলকানন্দ ব্রহ্মচারী মহারাজ, শ্রীমৎ সেবানন্দ ব্রহ্মচারী মহারাজ ও শ্রীমৎ সচীন ব্রহ্মচারী মহারাজসহ বিভিন্ন মঠাশ্রমের মহাত্ম মহারাজবৃন্দ।ওই মহতী অনুষ্ঠানের প্রতিটি পর্বে জাতি বর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন চর চাঁদপুর (লামচরী) ব্রহ্মানন্দ যোগাশ্রম কমিটির নেতৃবৃন্দ।এদিকে, শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ গিরি মহারাজের প্রতিষ্ঠিত চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলাধীন চর চাঁদপুর (লামচরী) ধর্মীয় একটি অন্যতম প্রকল্প ব্রহ্মানন্দ যোগাশ্রম। বর্তমানে এ প্রকল্পের নির্মাণ কাজ চলিতেছে। আমরা আশা করবো, আমাদের এই স্বপ্নকে পূর্ণাঙ্গ রূপ দেবার প্রক্রিয়ায় সক্রিয় আর্থিক সাহায্য সহযোগিতার হস্ত প্রসারিত করে এই পূর্ণ্য বাৎসরিক উৎসবের অংশীদার হবেন। অনেক মহাপ্রাণ ভক্তবৃন্দ এ সকল প্রকল্প বাস্তবায়নে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিয়োজিত আছেন। এখনও এতে বিপুল অর্থের প্রয়োজন। সমাগত সুধী সমাজ স্বত্ব প্রণোদিত হয়ে এ সকল প্রকল্প বাস্তবায়নে আর্থিক ও কায়িক শ্রমদানে এগিয়ে আসবেন এটাই আমাদের বিনীত প্রার্থনায় লামচরি (চর চাঁদপুর) ব্রহ্মানন্দ যোগাশ্রম কার্যনির্বাহী কমিটির সভাপতি শংকর রাও নাগ ও সাধারণ সম্পাদক সমরেশ চন্দ্র হালদার এবং শিষ্য এডভোকেট তাপস চন্দ্র সরকার।