
তাপস চন্দ্র সরকার, স্টাফ রিপোর্টার
বিশ্ব শান্তি কামনায় পরমহংসদেব শ্রী শ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের অমেয় শক্তি সঞ্চারনী অনুপ্রেরণায় উদ্দীপ্ত হয়ে শ্রী শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ এর অশেষ কৃপায় পরমারাধ্য গুরু মহারাজের শুভাগমন এবং ব্রহ্মানন্দ যোগাশ্রমের ৯৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শ্রী শ্রী বিশ্ব শান্তি গীতা যজ্ঞ ও সনাতন ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয়।১২ ফেব্রুয়ারী বুধবার চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলাধীন ৩নং খাদেরগাঁও ইউনিয়নস্থিত চর চাঁদপুর (লামচরী) ব্রহ্মানন্দ যোগাশ্রমে গীতাযজ্ঞ অনুষ্ঠিত হয়।তদুপলক্ষে ১১ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকেল ৩টায় ওঁকার ও বাবা মনির বিগ্রহ নিয়ে পল্লী পরিভ্রমণ এবং সন্ধ্যায় মঙ্গল শঙ্খ ধ্বনি, সমবেত প্রেম ধ্বনি, মঙ্গলঘট পূরণ শেষে মাঘীপূর্ণিমা উৎসবের অধিবাস এবং ১২ ফেব্রুয়ারী বুধবার ব্রহ্মমুহূর্তে মঙ্গলারতি, প্রভাতীয়া শিবস্তুস্তি, গুরু বন্দনা ও হরি ওঁ কীর্তন। এরপর শ্রী শ্রী চণ্ডী পাঠ শেষে শ্রী শ্রী বিশ্ব শান্তি গীতা যজ্ঞের শুভারম্ভ এবং দীক্ষা দান ও মহাপ্রসাদ বিতরণ এবং সন্ধ্যায় বিশ্ব শান্তি কল্পে বেদ বাণী পাঠের মাধ্যমে মাঘী পূর্ণিমা উৎসবের সমাপ্তি। যজ্ঞানুষ্ঠানকে ঘিরে আশ্রমের দুপাশে মেলা বসেছে। মেলায় সকল ধর্মের মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।এদিকে, শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ গিরি মহারাজের প্রতিষ্ঠিত ধর্মীয় অন্যতম প্রকল্প চর চাঁদপুর (লামচরী) ব্রহ্মানন্দ যোগাশ্রম। বর্তমানে এ প্রকল্পের নির্মাণ কাজ চলিতেছে। অনেক মহাপ্রাণ ভক্তবৃন্দ এ সকল প্রকল্প বাস্তবায়নে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিয়োজিত আছেন। এখনও এতে বিপুল অর্থের প্রয়োজন। সমাগত সুধী সমাজ স্বত্ব প্রণোদিত হয়ে এ সকল প্রকল্প বাস্তবায়নে আর্থিক ও কায়িক শ্রমদানে এগিয়ে আসার আহবান জানান লামচরি ব্রহ্মানন্দ যোগাশ্রম সভাপতি শংকর রাও নাগ ও সাধারণ সম্পাদক সমরেশ চন্দ্র হালদার এবং এডভোকেট তাপস চন্দ্র সরকার।