
ফজলুল হক জয়, স্টাফ রিপোর্টার
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ছাত্রলীগ নেতাকে নিয়ে যুবদলের কমিটি গঠনের অভিযোগ উঠেছে।উপজেলার ১৪ নং সুলতানপুর ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি গঠনে একাধিক সাবেক ছাত্রলীগ নেতার সম্পৃক্ততা থাকার প্রমাণ পাওয়া গেছে।এতে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি ও যুবদলের একাধিক নেতাকর্মী।নির্ভরযোগ্য সূত্রে জানা যায়,গত ২০/২ /২০২৫ খ্রিস্টাব্দে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেবিদ্বার উপজেলা শাখার সভাপতি মোঃ নুরুজ্জামান ও সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল হাসান রাকিব স্বাক্ষরিত ও অনুমোদিত ৬১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয় যেখানে যুগ্ন আহ্বায়ক পদে স্থান পায় মো: শাহপরান এবং সদস্যপদে স্থান পায় সুলতানপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো: ফজলে রাব্বি।অনুসন্ধানে দেখা গেছে,বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক ইউনিয়নের তুলাগাঁও গ্রামের কাওছার আহমেদ দেবিদ্বারের সাবেক এমপি রাজি ফখরুলের কর্মী ছিলেন,মোঃ শাহপরান কুমিল্লা-৪ (দেবিদ্বার) সংসদীয় আসনের সাবেক এমপি মোঃ আবুল কালাম আজাদের একনিষ্ঠ কর্মী ছিলেন এবং ফজলে রাব্বি দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের সাবেক সহ সভাপতি ছিলেন।স্থানীয় সূত্র এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাত দিয়ে এসব তথ্য জানা যায়।জেলা ও উপজেলায় এ নিয়ে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া।কমিটির তালিকা এবং অভিযুক্তের ছবি দিয়ে একজন ব্যক্তি ফেসবুকে পোস্ট করে লিখেছেন “এ কমিটি হচ্ছে ১৪ নং সুলতানপুর ইউনিয়নের নবগঠিত জাতীয়তাবাদী আওয়ামী যুবদলের কমিটি”এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বিএনপি,যুবদল এবং ছাত্রদলের বর্তমান ও সাবেক একাধিক নেতাকর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন,গত ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনার পতনের পর দেবিদ্বারে বিএনপিকে দুর্বল করার জন্য একটা শ্রেণি কমিটি বাণিজ্যে লিপ্ত হয়েছে যেখানে ত্যাগীদেরকে উপেক্ষা করে আওয়ামী লীগ ও তাদের দোসরদেরকে স্থান দেওয়া হচ্ছে।আগামী নির্বাচনকে কেন্দ্র করে এটি একটি অশনি সংকেত দাবী করে তারা বিএনপি’র হাই কমান্ডার কাছে এর বিচার দাবি করেন।এসব বিষয়ে জানতে চাইলে দেবিদ্বার উপজেলা যুবদলের সভাপতি মো: নুরুজ্জামান কমিটি গঠনের পর এমন অভিযোগ পেয়েছেন উল্লেখ করে বলেন,অনতিবিলম্বে যাচাই-বাছাই পূর্বক অভিযুক্তদের দল থেকে বহিষ্কার করা হবে।এ বিষয়ে জানতে কুমিল্লা উত্তর জেলা যুবদলের সভাপতির ফোন নাম্বারে একাধিকবার কল করা হলেও তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়।