
সাখাওয়াত হোসেন (তুহিন), মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগরে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ইউনিয়ন ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টর মেঘাফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উৎসবমুখর পরিবেশে উপজেলার আকুবপুর ইয়াকুব আলী ভূঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা উদ্বোধন করেন প্রধান শিক্ষক মোঃ বিল্লাল হোসেন। শিক্ষানুরাগী ও সমাজ সেবক আলহাজ্ব গোলাম কিবরিয়া সরকারের সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এ্যাডভোকেট আলী আশরাফ তাজু, কুমিল্লা জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক সাকিব হাসান খান, মুরাদনগর উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক এ্যাডভোকেট ওবায়দুল হক সিদ্দিকী, সমাজ সেবক মিনহাজুল ইসলাম, কামরুল ইসলাম ক্যানাল, সফিকুল ইসলাম ভূইয়া। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সমাজ সেবক এম এ জাহের মুন্সী ও ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাল প্রমুখ। মেঘাফাইনাল ক্রিকেট টুর্নামেন্ট বাঙ্গরা পূর্ব ইউনিয়নকে হারিয়ে নবীপুর পশ্চিম ইউনিয়ন চ্যাম্পিনের গৌরব অর্জন করে। খেলা শেষে চ্যাম্পিয়ন নবীপুর পশ্চিম ইউনিয়নকে মোটরবাইক ও রানারআপ বাঙ্গরা পূর্ব ইউনিয়নকে ফ্রিজ পুরস্কার দেওয়া হয়। বক্তারা বলেন, জাতীয় মানের খেলোয়ার তৈরি করতে গ্রামে গ্রামে আরো বেশি করে খেলার আয়োজন করা দরকার। খেলাধুলার মধ্যদিয়ে সম্প্রীতি তৈরি করতে হবে এবং খেলাধুলা করলে যুব সমাজ নেশাগ্রস্থ থেকে বিরত থাকে।