ফজলুল হক জয়, স্টাফ রিপোর্টার
এবার কুমিল্লার দেবিদ্বার উপজেলার দেবিদ্বার পৌরসভা বিএনপি'র আহ্বায়ক কমিটিতে খোদ আহ্বায়ক পদে আওয়ামীলীগ কর্মীকে রেখে কমিটি গঠনের অভিযোগ উঠেছে।অনুসন্ধানের ভিত্তিতে পাওয়া তথ্য মতে,গেল প্রায় দুই বছর আগে কুমিল্লা উত্তর জেলা বিএনপি'র আহবায়ক মো: আখতারুজ্জামান সরকার ও সদস্য সচিব এ,এফ,এম তারেক মুন্সি স্বাক্ষরিত একটি প্যাডে পৌরসভার পুরান বাজারের মহিউদ্দিন আহমেদ (ভিপি মাহফুজ) কে আহবায়ক করে দেবিদ্বার পৌরসভা বিএনপির ৩৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি প্রকাশ করা হয়।জানা যায়,কমিটিতে আহ্বায়ক পদে স্থান পাওয়া ভিপি মাহফুজ ছিলেন দেবিদ্বার উপজেলা যুবলীগের সভাপতি ওমানি কাশেমের রাজনৈতিক সহযোদ্ধা।যাদের সাথে গভীর সখ্যতা ছিল কুমিল্লা-৪ (দেবিদ্বার) সংসদীয় আসনের আওয়ামী লীগের তৎকালীন এমপি রাজী ফখরুলের।রাজী ফখরুলের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে মাহফুজের ছিল সরব উপস্থিতি এমনকি কক্সবাজার সহ বিভিন্ন আনন্দ ভ্রমণেও সহযাত্রী হতেন এই ভিপি মাহফুজ।কক্সবাজারে আনন্দ ভ্রমণের কিছু ছবি রূপসী বাংলার হাতে এসে পৌঁছেছে যেখানে দেখা যায় মাহফুজুর গায়ে পরিহিত টি-শার্টে রাজী ফখরুল এমপির ছবি সাথে রয়েছেন যুবলীগ নেতা ওমানি কাশেম।বিষয়টি চারদিকে জানাজানি হওয়ার পর এই কমিটি গঠনকে নিয়ে দেখা দেয় বিতর্ক খোদ কমিটিতে থাকা একাধিক সদস্য ও বিষয়টি মন থেকে মেনে নিতে পারেননি বলে জানান নাম প্রকাশ না করার শর্তে অনেকেই।এবং এর প্রতিবাদে কমিটির একটি অংশ পদত্যাগ করেছেন বলেও জানা যায়।স্থানীয় সূত্রে জানা যায়,ভিপি মাহফুজ সরাসরি আওয়ামী লীগের কোন পদে সম্পৃক্ত না থাকলেও কৌশলে ওমানী কাশেম সহ আওয়ামী লীগের সাবেক এমপি রাজী ফখরুলের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতেন।নাম প্রকাশ না করার শর্তে দেবিদ্বারের অনেক বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী হতাশা ব্যক্ত করে বলেন,যারা দলের জন্য দীর্ঘদিন জেল,জুলুম,হুলিয়া সহ নানা অত্যাচারের শিকার হয়েছেন এরকম অনেক যোগ্য নেতাদেরকে বাদ দিয়ে পতিত স্বৈরাচারের দোসরদেরকে নিয়ে কমিটি গঠন নিঃসন্দেহে একটি অশুভ লক্ষণ।অবিলম্বে এই কমিটি ভেঙ্গে যোগ্য ও ত্যাগী নেতাদেরকে নিয়ে কমিটি গঠনের জন্য দলীয় হাইকমান্ডের কাছে অনুরোধ জানিয়েছেন তারা।এসব প্রসঙ্গে জানতে চাইলে কুমিল্লা উত্তর জেলা বিএনপি'র আহ্বায়ক মো: আক্তারুজ্জামান বলেন,কমিটি গঠনের সময় এ ধরনের কোন অভিযোগ পাইনি।তবে যদি অভিযুক্ত আহবায়ক আওয়ামী লীগের কোন ইউনিটের পদবিধারী বা একনিষ্ঠ কর্মী হওয়ার প্রমান মিলে তাহলে আমরা এর সাংগঠনিক ব্যবস্থা নেব।জানতে চাইলে কেন্দ্রীয় বিএনপি'র সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন,দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অমান্য করার কোন সুযোগ নেই। এ ধরনের অভিযোগের সত্যতা পাওয়া গেলে আমরা এর বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেব।