ঢাকা , শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
চান্দিনায় স্বাস্থ্য কমপ্লেক্সের আঙ্গিনায় নবজাত শিশুর লাশ চৌদ্দগ্রামের জামায়াতের গণসংযোগ পক্ষে সমর্থক সংগ্রহ কুমিল্লার বরুড়ায় গোসল করতে এসে ১ কিশোরের মৃত্যু ২ জন আহত চৌদ্দগ্রামে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ যুবক নিহত জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপের প্রথম ম্যাচে ১৩৪ রানে খুলনাকে হারালো কুমিল্লা কুমিল্লায় গোমতী নদীর চরে খাদে পড়ে এক কিশোরের মৃত্যু কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের ২০২৫-২৬ কমিটি গঠন-রাসেল সভাপতি, সৌরভ সাধারণ সম্পাদক বরগুনার আমতলীতে স্ত্রীর ছোট বোনকে নিয়ে উধাও স্বামী বরগুনার বেতাগীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অস্বচ্ছল নারীদের সেলাই প্রশিক্ষণ কার্যক্রম
নোটিশ :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে, প্রতিনিধি হতে আগ্রহীরা আজই সিভি পাঠিয়ে দিন ইমেইল : cumillabulletin@gmail.com

নগরীর র‍্যাব পরিচয়ে প্রবাসীর থেকে চাঁদা নিতে এসে ২ প্রতারক আটক

নেকবর হোসেন, নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা নগরীতে র‍্যাব পরিচয়ে প্রবাসীর কাছ থেকে চাঁদা নিতে এসে দুজন আটক হয়েছে।শনিবার (৮ মার্চ) বিকেলে নগরীর পিপলস হাসপাতাল থেকে তাদের আটক করা হয়। কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাইফুল ইসলাম রাত ১০টায় এ তথ্য নিশ্চিত করেছেন।আটককৃতরা হলো নগরীর চর্থা এলাকার জয় আহমেদ রুবেল (৩৫) প্রকাশ চশমা রুবেল ও একই এলাকার বাসিন্দা নিরব আহমেদ রুবেল (৩৫)।তাদের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, মাদকসহ কুমিল্লার বিভিন্ন থানায় অন্তত ১০টি মামলা রয়েছে।ভুক্তভোগী কাতারপ্রবাসী মো. ফারুক জেলার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের অলীপুর গ্রামের বাসিন্দা। তিনি জানান, গত ৫ মার্চ সকাল ৯টার দিকে আমার ছেলের শরীরে গরম ডাল পড়ে ঝলসে যায়। পরে তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়।বিষয়টি জেনে রাতেই তিনি কাতার থেকে বাংলাদেশে আসেন। ৬ মার্চ উন্নত চিকিৎসার জন্য দুপুর ১২টার দিকে তার ছেলেকে কুমিল্লা নগরীর টমছমব্রিজ পিপলস হাসপাতালে ভর্তি করানো হয়। দুপুর ২টার দিকে তার স্ত্রী শিমুল আক্তারের কাছে অপরিচিত একটি নাম্বার থেকে ফোন আসে।আহত আরাফাতকে দেখতে এক অভিভাবক আসবেন বলে জানানো হয় ফোনে রাত ৯টার দিকে ওই ব্যক্তি হাসপাতালে আসেন দেখা করতে।এ সময় তিনি জানান, তার এক ছেলে আরাফাতের সঙ্গে মাদরাসায় পড়ে। সেই জন্য তাকে দেখতে এসেছেন।এরপর রাত ১১টার দিকে ওই ব্যক্তিসহ মোট চারজন হঠাৎ রুমে ঢুকে পড়ে। একপর্যায়ে প্রবাসী ফারুককে পাশের একটি খালি রুমে নিয়ে র‍্যাব পরিচয়ে অস্ত্র ঠেকিয়ে পাঁচ লাখ টাকা দাবি করে তারা।দাবীকৃত টাকা না দিলে ক্রসফায়ারে দেওয়ারও হুমকি দেওয়া হয়।জীবন বাঁচাতে তাদের প্রস্তাবে রাজি হয়ে তাৎক্ষণিক ২০ হাজার টাকা এবং বাড়িতে ফোন করে আরো ৫০ হাজার টাকা এনে তাদের দেন ফারুক। শনিবার (৮ মার্চ) আবার হাসপাতালে ঢুকে বাকি চার লাখ ৩০ হাজার টাকা দাবি করা হয় কথা-কাটাকাটির একপর্যায়ে হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসে বিষয়টি। পর দুজনকে আটক করে ৯৯৯-এ ফোন করলে ইপিজেড ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিকেল ৫টায় তাদের আটক করে নিয়ে যায়।এ বিষয়ে কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মো. সাইফুল ইসলাম বলেন, ৯৯৯-এ সংবাদ পেয়ে দুজনকে আটক করা হয়। আটক জয় আহমেদ রুবেল প্রকাশ চশমা রুবেলের বিরুদ্ধে মাদক, অস্ত্রসহ চারটি মামলা এবং নিরব আহমেদ রুবেলের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও মাদকসহ সাতটি মামলা রয়েছে। চাঁদাবাজির ঘটনায় দুজনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চান্দিনায় স্বাস্থ্য কমপ্লেক্সের আঙ্গিনায় নবজাত শিশুর লাশ

নগরীর র‍্যাব পরিচয়ে প্রবাসীর থেকে চাঁদা নিতে এসে ২ প্রতারক আটক

আপডেট সময় ০৭:১২:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫

নেকবর হোসেন, নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা নগরীতে র‍্যাব পরিচয়ে প্রবাসীর কাছ থেকে চাঁদা নিতে এসে দুজন আটক হয়েছে।শনিবার (৮ মার্চ) বিকেলে নগরীর পিপলস হাসপাতাল থেকে তাদের আটক করা হয়। কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাইফুল ইসলাম রাত ১০টায় এ তথ্য নিশ্চিত করেছেন।আটককৃতরা হলো নগরীর চর্থা এলাকার জয় আহমেদ রুবেল (৩৫) প্রকাশ চশমা রুবেল ও একই এলাকার বাসিন্দা নিরব আহমেদ রুবেল (৩৫)।তাদের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, মাদকসহ কুমিল্লার বিভিন্ন থানায় অন্তত ১০টি মামলা রয়েছে।ভুক্তভোগী কাতারপ্রবাসী মো. ফারুক জেলার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের অলীপুর গ্রামের বাসিন্দা। তিনি জানান, গত ৫ মার্চ সকাল ৯টার দিকে আমার ছেলের শরীরে গরম ডাল পড়ে ঝলসে যায়। পরে তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়।বিষয়টি জেনে রাতেই তিনি কাতার থেকে বাংলাদেশে আসেন। ৬ মার্চ উন্নত চিকিৎসার জন্য দুপুর ১২টার দিকে তার ছেলেকে কুমিল্লা নগরীর টমছমব্রিজ পিপলস হাসপাতালে ভর্তি করানো হয়। দুপুর ২টার দিকে তার স্ত্রী শিমুল আক্তারের কাছে অপরিচিত একটি নাম্বার থেকে ফোন আসে।আহত আরাফাতকে দেখতে এক অভিভাবক আসবেন বলে জানানো হয় ফোনে রাত ৯টার দিকে ওই ব্যক্তি হাসপাতালে আসেন দেখা করতে।এ সময় তিনি জানান, তার এক ছেলে আরাফাতের সঙ্গে মাদরাসায় পড়ে। সেই জন্য তাকে দেখতে এসেছেন।এরপর রাত ১১টার দিকে ওই ব্যক্তিসহ মোট চারজন হঠাৎ রুমে ঢুকে পড়ে। একপর্যায়ে প্রবাসী ফারুককে পাশের একটি খালি রুমে নিয়ে র‍্যাব পরিচয়ে অস্ত্র ঠেকিয়ে পাঁচ লাখ টাকা দাবি করে তারা।দাবীকৃত টাকা না দিলে ক্রসফায়ারে দেওয়ারও হুমকি দেওয়া হয়।জীবন বাঁচাতে তাদের প্রস্তাবে রাজি হয়ে তাৎক্ষণিক ২০ হাজার টাকা এবং বাড়িতে ফোন করে আরো ৫০ হাজার টাকা এনে তাদের দেন ফারুক। শনিবার (৮ মার্চ) আবার হাসপাতালে ঢুকে বাকি চার লাখ ৩০ হাজার টাকা দাবি করা হয় কথা-কাটাকাটির একপর্যায়ে হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসে বিষয়টি। পর দুজনকে আটক করে ৯৯৯-এ ফোন করলে ইপিজেড ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিকেল ৫টায় তাদের আটক করে নিয়ে যায়।এ বিষয়ে কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মো. সাইফুল ইসলাম বলেন, ৯৯৯-এ সংবাদ পেয়ে দুজনকে আটক করা হয়। আটক জয় আহমেদ রুবেল প্রকাশ চশমা রুবেলের বিরুদ্ধে মাদক, অস্ত্রসহ চারটি মামলা এবং নিরব আহমেদ রুবেলের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও মাদকসহ সাতটি মামলা রয়েছে। চাঁদাবাজির ঘটনায় দুজনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।