মুহাম্মদ নেয়ামত উল্লাহ, স্টাফ রিপোর্টার
সোমবার (১০ মার্চ) দুপুর ১২ টায় জেলা বাজার মনিটরিং কমিটি কর্তৃক রাজগঞ্জ বাজার এবং নিউ মার্কেট এলাকায় তদারকি অভিযান পরিচালনা করা হয়। পবিত্র রমজানকে উপলক্ষ্য করে ইফতারি সামগ্রী, শসা, লেবু, মাছ, মাংস, ভোজ্যতেল ও নিত্যপণ্যের ওপর এ তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।অভিযানে ব্যবসায়ীদের পণ্য ক্রয়ের ভাউচার ও বিক্রয়ের তথ্য যাচাই করা হয়। ভোজ্যতেলের সরবরাহ, মজুদ পরিস্থিতি ও সাপ্লাই চেইন ঠিক আছে কিনা তদারকি করা হয়। অভিযানে মুল্য তালিকা প্রদর্শন না করায়, পাকা ভাউচার সংরক্ষণ না করা,বেশি দামে মুরগি বিক্রি করা মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি এবং BSTI এর অননোমুদিত ট্যাংক বা সফটড্রিংক পাউডার বিক্রি করাসহ বিভিন্ন অপরাধে মোট ০৬ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।অন্যদের সতর্ক করা হয়। সকাল ১১:৩০ থেকে দুপুর ২:০০ টা পর্যন্ত পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জনাব তৌহিদুল ইসলাম (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা); মো: কাউছার মিয়া, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা;জেলা বাজার মনিটরিং টাস্কফোর্স টিমের সদস্য আবুল হাসনাত বাবুল (সাবেক সভাপতি কুমিল্লা প্রেস ক্লাব) এবং আনোয়ার হোসেন চৌধুরী, সহ-সভাপতি ক্যাব কুমিল্লা । অভিযানে কুমিল্লা জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।