
জাহাঙ্গীর আলম ইমরুল, স্টাফ রিপোর্টার
কুমিল্লা নগরীর টমছম ব্রীজ এলাকায় দরিদ্র রোজদারদের মধ্যে ইফতার বিতরণ করেছে রোটারি ক্লাব অব কুমিল্লা সানফ্লাওয়ার। সেমাবার বাদ আছর টমছমব্রীজ পশ্চিম পাশের ফিলিং স্টেশনে ১শ জন রোজদারকে প্যাকেটজাত বোনা খিচুরি ইফতার হিসেবে বিতরণ করা হয়।বিতরণ কালে উপস্থিত ছিলেন, রোটারি ক্লাব অব ময়নামতির পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান সুলতান মোহাম্মদ ইলিয়াস শাহ, রোটারি ক্লাব অব নাঙ্গলকোট এর চার্টার প্রেসিডেন্ট রোটারিয়ান আবদুল হক, রোটারি ক্লাব অব কুমিল্লা লালমাই এর প্রসিডেন্ট রোটারিয়ান মাজহারুল ইসলাম, নাসিরুল ইসলাম মজুমদার, রোটারি ক্লাব অব কুমিল্লা সানফ্লাওয়ার এর পাস্ট প্রেসিডেন্ট ও কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ নুরুর রহমান খান।এসময় রোটারিয়ান নাসিরুল ইসলাম মজুমদার জানান, এটি তাদের নিয়মিত কর্মসূচির অংশ। প্রথম রমজান থেকে শেষ রমজান অবধি তারা ইফতার বিতরণ করবেন।