
ইয়াছিন আরাফাত, স্টাফ রিপোর্টার
দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এই প্রতিপাদ্য সামনে রেখে কুমিল্লার চান্দিনায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস -২০২৫ উদযাপন উপলক্ষে র্যালী, অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১০ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্বরে একটি র্যালী বের করে উপজেলা গেইটের সামনের সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া হোসেন এর সভাপত্বিতে অগ্নিকান্ড বিষয়ক মহড়া বিষয়ে আলোচনা সভা হয়।এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা মো. মানিক মিয়া, উপজেলা প্রকৌশলী মো. রাকিবুল ইসলাম,পৌর নির্বাহী কর্মকর্তা আবু ইউসুফ সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধি সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিতি ছিলেন।সভা শেষে চান্দিনা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সহযোগিতায় ফায়ার সার্ভিসের একটি চৌকস টিম উন্মক্ত স্থানে সাধারণ জনগণের উদ্দেশ্যে আগুন নিয়ন্ত্রণের কলা কৌশল প্রদর্শন করেন।