নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা মহানগর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আংশিক আহবায়ক কমিটি গঠনের ২১দিন পর ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান স্বাক্ষরিত কমিটি গতকাল সোমবার রাতে অনুমোদন দেওয়া হয়।এর আগে গত ১৭ ফেব্রুয়ারি কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের তিন সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিতে আমিরুল পাশা সিদ্দিকী রাকিব কে আহবায়ক, এ কে এম শাহেদ পান্না কে সদস্য সচিব ও জহিরুল ইসলাম মহরম কে সিনিয়র যুগ্ম আহবায়ক ঘোষণা দেয়া হয়।পূর্ণাঙ্গ কমিটিতে রয়েছেন ১৪ জন যুগ্ম আহবায়ক। তাঁরা হলেন, মো. আতিক সেলিম রুবেল, জয়নাল আবেদীন বাবলু, জুম্মন হোসেন সুমন, কুমকুম হায়দার রানা, মাসুকুর রহমান, ফারুকুল হক, জহিরুল আমিন মজুমদার, রাজিবুল হক রাসেল, মুরাদুজ্জামান জাবের, শরিফুল ইসলাম সোহাগ, জামাল উদ্দিন পাবেল, মো. বাপ্পি, সোহেল রানা অপু ও তারেক আজিম ভুইয়া রাজন।আহবায়ক কমিটির ৩৪ জন সদস্য হলেন, যথাক্রমে মো. সোহেল মিয়া, শাহাদাৎ হোসেন খান, সৈয়দ সোহেল পারভেজ বাবু, এ কে এম আজাদ, সাজ্জাতুল হোসেন মিতুল, সৈয়দ রাশেদ আব্দুল্লাহ সুজন, আরিফুর রহমান পলাশ, ডা. মো. আব্দুল মুকিত খান, আবদুল্লাহ আল বাকী, সাইফুল ইসলাম রাশেদ, আমজাদ হোসেন শিপন, এমদাদুল হক স্বপন, হাবীবুর রহমান, মো. আব্দুল বাসেত, আবুবকর সিদ্দিক অপু, মোশারফ হোসেন, সাইফুদ্দিন মানিক, ডা. এইচ এম জুবায়ের, মো. সুমন, গোলাম সারওয়ার তুষার, তরিকুর রহমান সাগর, শাহেদ হোসেন মিশু, সোহাগ রহমান, মো. মামুন, সোহাগ মিয়া, জাহিদুল ইসলাম রুবেল, মো. রাব্বি, মো. রাসেল মিয়া, মোহাম্মদ হোসেন মিয়া, ইফরানুল হক মাসুম, রেজাউল হক রানা, রুবেল হোসেন, মো. অলিউল্লাহ শরীফ ও দীপ্ত রায়।কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এ কে এম শাহেদ পান্না বলেন, কমিটি নিয়ে দলীয় নেতাকর্মীরা খুশি। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ মহানগর স্বেচ্ছাসেবক দল গঠন করব।