নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা পেশাজীবি সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ- সভাপতি ও দৈনিক আমার প্রানের বাংলাদেশ পত্রিকার উপ- সম্পাদক মোঃ আবদুল আউয়াল সরকারের পিতা মরহুম আব্দুল বাতেন সরকারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত,ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৪ মার্চ ২০২৫ খ্রিঃ) রেয়াজ উদ্দিন ডাক্তার বাড়ির পারিবারিক কবরস্থান জিয়ারত, মসজিদে দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়।দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ আবদুল্লাহ বিন আবদুল আউয়াল। উপস্থিত ছিলেন মরহুমের ছেলে মোঃ আবদুল আউয়াল সরকারসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলে প্রয়াত আব্দুল বাতেন সহ সকল মুসলমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।উল্লেখ্য,১৪ মার্চ ২০২৪ খ্রিঃ বাদ মাগরিব সন্ধা সাড়ে ৬টার দিকে তিনি ইন্তেকাল করেন। এবং শুক্রবার (১৫ মার্চ ২০২৪ খ্রিঃ) বেলা ১১টায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার ওয়াহেদপুর রেয়াজ উদ্দিন ডাক্তার বাড়ির নিজ গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।