ফজলুল হক জয়, স্টাফ রিপোর্টার
কুমিল্লা নগরীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পের আয়োজন করা হয়েছে।১৫ মার্চ (শনিবার) কুমিল্লা নগরীর ১৬ ও ১৭ নং ওয়ার্ডে কুমিল্লা মহানগর বিএনপি'র নবনির্বাচিত সভাপতি উৎবাতুল বারী আবু'র সহযোগিতায় এবং ওয়ার্ডবাসীর আয়োজনে রিয়াজুল জান্নাহ স্কুল এন্ড মাদ্রাসা ক্যাম্পাসে দুপুর থেকে শুরু করে দিনব্যাপী এই চিকিৎসা সেবা ক্যাম্পের আয়োজন করা হয়।উক্ত চিকিৎসা সেবা ক্যাম্প প্রসঙ্গে কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু বলেন,নগরীর সর্বস্তরের জনগণ বিশেষ করে দুস্থ ও অসহায় মানুষের কথা মাথায় রেখে জনকল্যাণমূলক এ কর্মসূচি হাতে নেওয়া হয় যা ক্রমান্বয়ে নগরীর সবকটি ওয়ার্ডে পরিচালিত হবে।তিনি এই জনকল্যাণমূলক কাজ যেন সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারেন সেজন্য নগরীর সর্বস্তরের জনগণের কাছে দোয়া প্রার্থনা করেছেন।উক্ত চিকিৎসা সেবা ক্যাম্পে বিভিন্ন পর্যায়ের বিশেষজ্ঞ ডাক্তারগণ সেবা প্রদান করেন।যে সমস্ত ডাক্তারগন সেবা প্রদান করেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ডাঃ মোশারফ হোসেন টিটু, সার্জারী বিশেষজ্ঞ, কুমিল্লা সদর হাসপাতাল,ডাঃ নাফিজ ইমতিয়াজ শিপলু,ইউরোলজি,সার্জারী বিশেষজ্ঞ কুমিল্লা সদর হাসপাতাল,ডাঃ সাইদুস সাকালান,সাইকিয়াট্রি,কুমিল্লা মেডিকেল কলেজ,ডাঃ মোঃরাসেল আহমেদ চৌধুরী,জেনারেল প্রেক্টিশিয়ান,ডা:মোহাম্মদ ইফতেখার হক,মেডিকেল অফিসার,হবিগঞ্জ ডাঃ মমতাজ বেগম তানিয়া,সহকারী অধ্যাপক,(শিশু বিভাগ),ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতাল,ডাঃ সোহাগ চক্রবর্তী কন্সাল্টেন্ট,ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাব,জেনারেল হাসপতাল,এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেলায়েত হোসেন কনক, ডিজিএম বাখরাবাদ গ্যাস লিমিটেড,ফয়সালুর রহমান পাভেল, আহবায়ক কুমিল্লা মহানগর যুবদল শামীম আহমেদ, সভাপতি,১৭ নং ওয়ার্ড বিএনপি,মোঃ আজমল হোসেন,সভাপতি ১৫ নং ওয়ার্ড বিএনপি।মোঃ মজিবুর রহমান ফরহাদ, সভাপতি ১৬ নং ওয়ার্ড বিএনপি,প্রফেসর মো:হাবিবুল্লা, সাধারণ সম্পাদক ১৬ নং ওয়ার্ড বিএনপি, আব্দুর রহমান সাধারণ সম্পাদক ১৮ নং ওয়ার্ড বিএনপি প্রমুখ।এ সময় কুমিল্লা নগরীর ১৬ ও ১৭ ওয়ার্ডের প্রায় চার শতাধিক মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন।