ঢাকা , সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম ::
কুমিল্লা সদরের দূর্গাপুর উত্তর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দাউদকান্দি উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত চৌদ্দগ্রামে দাদার বিরুদ্ধে নাতনীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, দাদী গ্রেফতার চৌদ্দগ্রামে ৫ লাখ টাকা চাঁদা না দেয়ায় ইটভাটা বন্ধের হুমকি, থানায় অভিযোগ চান্দিনায় জোর করে ঘর, দেয়াল ভেঙে রাস্তা নির্মাণের অভিযোগ চৈত্রের বিকেলবেলা কুমিল্লায় স্বস্তির বৃষ্টি কুমিল্লার লাকসামে নানা শ্বশুর বাড়ি বেড়াতে এসে গণধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেপ্তার ৫ দেবিদ্বার উপজেলা বিএনপি’র সদস্য সচিবের বিরুদ্ধে আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগ বরগুনায় সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন বিষয়ক সেমিনার কুমিল্লা ট্রমা হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে ব্যাপক ভাংচুর
নোটিশ :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে, প্রতিনিধি হতে আগ্রহীরা আজই সিভি পাঠিয়ে দিন ইমেইল : cumillabulletin@gmail.com

কুমিল্লা ট্রমা হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে ব্যাপক ভাংচুর

 

নেকবর হোসেন, নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা ট্রমা হাসপাতালে ভুল চিকিৎসায় ইমরান হোসেন নামে এক রোগী মৃত্যুর অভিযোগে হাসপাতালটিতে ব্যাপক ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধরা। এসময় চিকিৎসক সহ হাসপাতালের স্টাফরা পালিয়ে যায়। কুমিল্লা নগরীর নজরুল এভিনিউ সড়কে ডাক্তার আব্দুল হকের মালিকানাধীন ওই ট্রমা হাসপাতালে রোববার রাতে এই ঘটনা ঘটে।খবর পেয়ে রাত সাড়ে নয়টার দিকে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।নিহত রোগী ইমরান হোসেন নগরীর দ্বিতীয় মুরাদপুর এলাকার হুমায়ুন কবিরের ছেলে। নিহতের মা নাজমা বেগম, চাচা জাকির হোসেন, নানা মানিক মিয়া, মামা সুমন মিয়া, সাংবাদিকদের জানান, বুকের অসুখ জনিত কারণে গত ১৫ দিন আগে মোটা অংকের অর্থের বিনিময়ে ইমরান হোসেন ওই হাসপাতালে চিকিৎসা নিয়েছিল। গত বুধবার তার অপারেশনের জন্য পুনরায় তাকে ভর্তি করা হয়।হাসপাতালের ডাক্তার আতাউর রহমান গত শনিবার ইমরান হোসেনের অপারেশন করেন। তাদের অভিযোগ ভুল চিকিৎসার কারণে আজ রোববার বিকালের দিকে ওই হাসপাতালের আইসিইউতে থাকা অবস্থায় ইমরান হোসেন মারা যান। রোগীর স্বজনরা অভিযোগ করে জানান ইমরান আই সি ইউ তে মারা যাওয়ার পর সে জীবিত আছে বলে দুইবার প্রায় ২৭ হাজার টাকার ঔষধ নেয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর মৃত্যুর পরও দেখতে না দিয়ে রোগী বেঁচে আছে বলে জানিয়ে বিভিন্ন সময় প্রায় তিন লাখ টাকা হাতিয়ে নেয়।একপর্যায়ে ইমরানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়ে বিক্ষুব্ধ স্বজনরা ওই হাসপাতালের নিচতলা ও দ্বিতীয় তলায় ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ,নার্স ও অন্যান্য রোগীরা দ্বিগবিদিক ছুটোছুটি করে। রাত সোয়া এগারোটা এই রিপোর্ট লেখা পর্যন্ত ১০ তলার হাসপাতালটির কয়েকটি তলা অন্ধকারে ছিল। পুলিশ ও সেনাবাহিনীর লোকজন হাসপাতালটি ঘিরে রেখেছে, উত্তেজনা বিরাজ করছে। হাসপাতাল কর্তৃপক্ষের কাউকে না পাওয়ায় তাদের বক্তব্য নেয়া যায়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কুমিল্লা সদরের দূর্গাপুর উত্তর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লা ট্রমা হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে ব্যাপক ভাংচুর

আপডেট সময় ১০:৫৭:০১ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫

 

নেকবর হোসেন, নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা ট্রমা হাসপাতালে ভুল চিকিৎসায় ইমরান হোসেন নামে এক রোগী মৃত্যুর অভিযোগে হাসপাতালটিতে ব্যাপক ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধরা। এসময় চিকিৎসক সহ হাসপাতালের স্টাফরা পালিয়ে যায়। কুমিল্লা নগরীর নজরুল এভিনিউ সড়কে ডাক্তার আব্দুল হকের মালিকানাধীন ওই ট্রমা হাসপাতালে রোববার রাতে এই ঘটনা ঘটে।খবর পেয়ে রাত সাড়ে নয়টার দিকে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।নিহত রোগী ইমরান হোসেন নগরীর দ্বিতীয় মুরাদপুর এলাকার হুমায়ুন কবিরের ছেলে। নিহতের মা নাজমা বেগম, চাচা জাকির হোসেন, নানা মানিক মিয়া, মামা সুমন মিয়া, সাংবাদিকদের জানান, বুকের অসুখ জনিত কারণে গত ১৫ দিন আগে মোটা অংকের অর্থের বিনিময়ে ইমরান হোসেন ওই হাসপাতালে চিকিৎসা নিয়েছিল। গত বুধবার তার অপারেশনের জন্য পুনরায় তাকে ভর্তি করা হয়।হাসপাতালের ডাক্তার আতাউর রহমান গত শনিবার ইমরান হোসেনের অপারেশন করেন। তাদের অভিযোগ ভুল চিকিৎসার কারণে আজ রোববার বিকালের দিকে ওই হাসপাতালের আইসিইউতে থাকা অবস্থায় ইমরান হোসেন মারা যান। রোগীর স্বজনরা অভিযোগ করে জানান ইমরান আই সি ইউ তে মারা যাওয়ার পর সে জীবিত আছে বলে দুইবার প্রায় ২৭ হাজার টাকার ঔষধ নেয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর মৃত্যুর পরও দেখতে না দিয়ে রোগী বেঁচে আছে বলে জানিয়ে বিভিন্ন সময় প্রায় তিন লাখ টাকা হাতিয়ে নেয়।একপর্যায়ে ইমরানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়ে বিক্ষুব্ধ স্বজনরা ওই হাসপাতালের নিচতলা ও দ্বিতীয় তলায় ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ,নার্স ও অন্যান্য রোগীরা দ্বিগবিদিক ছুটোছুটি করে। রাত সোয়া এগারোটা এই রিপোর্ট লেখা পর্যন্ত ১০ তলার হাসপাতালটির কয়েকটি তলা অন্ধকারে ছিল। পুলিশ ও সেনাবাহিনীর লোকজন হাসপাতালটি ঘিরে রেখেছে, উত্তেজনা বিরাজ করছে। হাসপাতাল কর্তৃপক্ষের কাউকে না পাওয়ায় তাদের বক্তব্য নেয়া যায়নি।