মোঃ ইকবাল হোসেনঃ
কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় পূর্বশত্রুতার জের ধরে এবং পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে হামলায় একজন আহত এবং ঘর বাড়ী ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের বুড়িচং গ্রামের নোয়াপাড়া এলাকার আবদুর রসিদের ছেলে রুবেল এর সাথে প্রতিবেশি মৃৃত রুসমত আলীর ছেলে শাহজানের সাথে জাল দলিলের বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলে আসছে। এরই জের ধরে ১৫ মার্চ শনিবার সকাল ১০ টায় পূর্বপরিকল্পিত ভাবে মাছ ধরার কথা বলে শাহজাহানের আত্মীয় স্বজনরা রুবেলকে পুকুর পাড়ে নিয়ে বিভিন্নভাবে গালমন্দ করতে থাকে। এতে রুবেল মিয়া প্রতিবাদ করলে শাহজাহানের পক্ষ হয়ে মৃত আবদুর রবের ছেলে মোহাম্মদ কবির হোসেন ও মোঃ লিটন, মনু মিয়ার ছেলে সাগর, পারভেজ ও মহসিন, অধু মিয়ার ছেলে আনোয়ার ও খোকনের ছেলে বিলাল সহ তাদের স্ত্রী শাহিনূর, ফাতেমা, ইয়াসমিন ও শাহনাজ বেগম ব্যাপক মারধর করে হত্যার চেষ্টা করে থাকে।রুবেল এর চিৎকারে তার বাবা আবদুর রশিদ মা ও স্ত্রী তাকে উদ্ধার করতে গেলে তাদেরকেও মারধর করে থাকে। পরবর্তীতে তারা রুবেল এর বাড়িঘরে হামলা করে ভাংচুর করে। প্রতিবেশীরা আহত রুবেলকে উদ্ধার করে বুড়িচং সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ব্যাপারে আহত রুবেল এর স্ত্রী. সানজিদা আক্তার বাদী হয়ে ১০ জনকে আসামী করে থানায় একটি অভিযোগ দায়ের করেন। সানজিদা আক্তার বলেন,তার স্বামীকে মারধর ও তাকে শ্লীলতা হানিসহ, বাড়ি ঘর ভাংচুর করে ২ লক্ষ টাকা লুট করে নেয় প্রতিপক্ষরা। প্রতিপক্ষ আনোয়ার হোসেন গং বলেন,
আমাদের মধ্যে দ্বন্ধ আছে, এই নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়েছে। বুড়িচং থানার এস আই রাকিবুল হাসান বলেন, ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত রুবেলকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠাই। বুড়িচং থানার ওসি আজিজুল হক বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় পদপেক্ষ নেয়া হবে।