মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও প্রতিদিনের সংবাদ পত্রিকার টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক রকিবুল ইসলামের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সাংবাদিক সমিতি, মুরাদনগর উপজেলা শাখা। রবিবার (১৬ মার্চ ২০২৫) সংগঠনটির তথ্য ও আইসিটি সম্পাদক প্রিয়ন্ত মজুমদারের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা প্রকাশ করা হয়।জানা গেছে, সেনাবাহিনীকে অপরাধীদের তথ্য দিয়ে ধরিয়ে দেওয়ার মিথ্যা অভিযোগ এনে রকিবুল ইসলামের ওপর হত্যাচেষ্টার উদ্দেশ্যে হামলা চালানো হয়। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে সংগঠনটি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।বাংলাদেশ সাংবাদিক সমিতি, মুরাদনগর উপজেলা শাখা তাদের বিবৃতিতে উল্লেখ করেছে, সাংবাদিকদের উপর এ ধরনের হামলা গণমাধ্যমের স্বাধীনতা ও মুক্ত সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। তারা এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকেও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।