
হাফিজুর রহমান,বরগুনা জেলা প্রতিনিধি
বরগুনা সদর উপজেলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানটি আয়োজন করেছেন উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়, বরগুনা সদর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শহিদুল ইসলাম, উপ-পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, বরগুনা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার জনাব আব্দুল্লাহ আবু জাহের, অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন জনাব মোঃ হেমায়েত উদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার বরগুনা সদর বরগুনা। পদ্মা ১৭ই মার্চ ২০২৫ ইংরেজি তারিখ রোজ সোমবার সকাল ১০.৩০ ঘটিকায় উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে নাগরিক সমাজের সদস্য, ইউপি সদস্য, পুলিশ সদস্য এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন গ্রাম থেকে আগত পুরুষ এবং মহিলাদেরকে ক্ষুদ্রঋণ গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ দেওয়া হয়।উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় উপ-পরিচালক জেলা সমাজসেবা কর্মকর্তা জনাব মোঃ শফিকুল ইসলাম অনুষ্ঠানের শুরুতেই সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। জিটুপি পদ্ধতিতে ভাতার অর্থ প্রদানের যে ব্যবস্থা সমাজ কল্যাণ মন্ত্রণালয় হাতে নিয়েছে তাতে ভাতাভোগীরা ক্ষমতায়িত হবেন।এছাড়া সুদ মুক্ত ক্ষুদ্রঋণ, শিশু সুরক্ষা কার্যক্রম, শিশু অধিকার আইন ২০১৩, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ সহ বেশ কিছু গুরুত্বপূর্ন আইনের বাস্তবায়ন করে থাকেন সমাজসেবা অধিদপ্তর।উক্ত সেমিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আব্দুল্লাহ আবু যাহের বলেন, সমাজসেবা অধিদপ্তর পিপল ওরিয়েন্টেড এত ভালো ভালো কাজ করে ইতিপূর্বে আমার জানা ছিলনা।আগামীর আগামীর বাংলাদেশ বিনির্মাণের সমাজসেবা অধিদপ্তরের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।