
ফজলুল হক জয়, স্টাফ রিপোর্টার
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুমিল্লায় এগ্রিকালচারিস্ট’স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) কুমিল্লা চ্যাপ্টার এর উদ্যোগে এক বিশেষ দোয়া ও ইফতার মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৫ মার্চ) বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কুমিল্লা এর কনফারেন্স হলে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।এ্যাব কুমিল্লা চ্যাপ্টার এর সাধারণ সম্পাদক কৃষিবিদ খন্দকার বোরহান উদ্দিন এর সঞ্চালনায় এবং সভাপতি কৃষিবিদ মো: রফিকুল আলমের সভাপতিত্বে উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক মোঃ আখতারুজ্জামান সরকার।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক ও বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।এতে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির সভাপতি ও এ্যাব এর কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য কৃষিবিদ লিয়াকত আলী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দল কুমিল্লা দক্ষিণ জেলার সদস্য সচিব হাজী মামুন,কুমিল্লা মহানগর কৃষকদলের সদস্য সচিব মোঃ ইকরাম হোসেন তাজ,কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক রেজাউল হক আখি,কুমিল্লা মহানগর বিএনপির সাবেক প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক মোঃ শওকত আলী বকুল।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে কৃষিবিদ ড: মো: হায়দার হোসেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা’র অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ আজিজুর রহমান প্রমুখ।সভা শেষে ইফতারের পূর্বে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং জিয়া পরিবারের জন্য বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ খন্দকার তাওসিফ আহমেদ।