
এন.সি জুয়েল, স্টাফ রিপোর্টার
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুমিল্লায় ভিশন মানবিক উন্নয়ন কেন্দ্র এর উদ্যোগে আলোচনা সভা ও শহীদদের স্মরণে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৬ মার্চ) বিকালে কুমিল্লা নগরীর কোটবাড়ি রেড অনিয়ন হোটেলে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।সংগঠনের সভাপতিমন্ডলীর সদস্য মোঃ ইয়াকুব আলীর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদের এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতিমন্ডলীর সদস্য মোঃ আনোয়ারুল্লাহ চৌধুরী আজাদ।এছাড়া আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষক মোঃ শেফায়েত উল্লাহ,কুমিল্লা কোটবাড়ি পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ শ্রী টিটু কুমার নাথ,সাংবাদিক লায়ন মোঃ সাহিদ চৌধুরী,বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক মোঃ শরিফুল ইসলাম রিপন, সার্জেন্ট(অব:) মোঃ আবু হানিফ, বিশিষ্ট সমাজ সেবক হাজী মোঃ আলী আকবর, শ্রী হীরালাল বাবু প্রমুখ।উক্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন, কোষাধ্যক্ষ মোঃ লিটন আহমেদ সহ সংগঠনের সাধারণ পরিষদের সকল সদসবৃন্দ।কোরআন তেলাওয়াত ও দোয়া মোনাজাত করেন স্থানীয় মসজিদের ইমাম মোঃ আব্দুল কাইয়ুম। এসময় সংগঠনের প্রধান উপদেষ্টা কবির আহমদ চৌধুরীর সুস্থতা ও দেশ, জাতি, মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া – মুনাজাত শেষে ইফতার গ্রহণের মধ্য দিয়ে আলোচনা সভার কার্যক্রম সমাপ্ত হয়।