
কুমিল্লার বুড়িচং উপজেলা সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বন্যার্তদের মাঝে জিআর এর চাউল বিতরণ করা হয়। উক্ত চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার। এ সময় নির্বাহী কর্মকর্তার সাথে ছিলেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলহাজ্ব জয়নাল আবেদীন। চাল বিতরণ কার্যক্রমটি পরিচালনা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জামিলুর রহমান তানিম,তারেকুর রহমান পিয়াস, সুমন মিয়া, হামিম, আদনান, নাজমুল হাসান প্রমূখ। উক্ত কার্যক্রমে বুড়িচং বাসীকে পরিবার প্রতি ২০ কেজি করে চাল প্রদান করা হয়। মোট সাত টান চাল বিতরণ করা হবে। সরেজমিনে দেখা যায়, বিপুল সংখ্যক নারী এবং পুরুষ জি আর এর চাল নেয়ার জন্য ভীড় করেন।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর সমন্বয়ক গন অত্যান্ত শৃঙ্খলার সাথে উক্ত বিতরণ কার্যক্রম পরিচালনা করে থাকেন।