
আর.জে রিমা, স্টাফ রিপোর্টার
কুমিল্লার মুরাদনগরে জাতীয়তাবাদী মহিলা দল মুরাদনগর উপজেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৯ ফেব্রুয়ারী) সকাল ১১টায় মুরাদনগর উপজেলা সদরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।মুরাদনগর উপজেলা মহিলা দলের সভাপতি তাহমিনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন সাবেক পাঁচ বারের এমপি ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের প্রচার সম্পাদক সালমা আক্তারের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে দিক-নির্দেশনা মূলক বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম।এসময় মুরাদনগর উপজেলা মহিলা দলের হাজার হাজার নেতা-কর্মীর উপস্থিতিতে আরো বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূইয়া, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক ফারুক আহমেদ বাদশা।কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুবি ইসলাম, সাবেক সাধারন সম্পাদক ফরিদা ইয়াসমিন, সিনিয়র সহ-সভাপতি আইরিন সরকার, সাংগঠনিক সম্পাদক জেসমিন আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক খালেদা আক্তার শিল্পী প্রমূখ।