
মোঃ আবদুল আউয়াল সরকার, স্টাফ রিপোর্টার
অমর একুশের প্রথম প্রহরে কুমিল্লা টাউন হলে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কুমিল্লার নানা শ্রেনীর পেশার মানুষ। প্রহরের শুরুতেই শহীদ বেদীতে পুস্পার্য্য অর্পন করেন জেলা প্রশাসক আমিরুল কায়ছার,বিএনপির ত্রান ও পূনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াসিন,বৈষম্য বিরোধী শিক্ষার্থী, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা।অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে কুমিল্লা আইএইচটি এন্ড ম্যাটস।শুক্রবার (২১ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ) সকালে কুমিল্লা টাউন হল মাঠে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের শিক্ষক চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আবদুল আউয়াল সরকার, প্রশাসনিক কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম,অফিস সহকারী রিপন,তপনসহ শিক্ষক শিক্ষার্থীরা।মাতৃভাষা বাংলার মর্যাদা সমুন্নত রাখতে ভাষা শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগকে স্মরণ করে জাতি।ভাষা আন্দোলনের বীরদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে খালি পায়ে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গাইতে গাইতে হাতে ফুল নিয়ে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা।