
জাহাঙ্গীর আলম ইমরুল, স্টাফ রিপোর্টার
র্যালি, আলোচনা অনুষ্ঠান সহ নানান আয়োজনে কুমিল্লায় পালিত হয়েছে বিশ্ব কিডনি দিবস ২০২৫। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিলো ‘‘কিডনি রোগ জীবন নাশা- প্রতিরোধই বাঁচার আশা’।এ উপলক্ষ্যে বৃহস্পতিবার কুমিল্লা কুমিল্লা মেডিকেল কলেজ ক্যাম্পাস অনুষ্ঠিত হয় সচেতনাতামূলক বর্ণাঢ্য র্যালি। কুমিল্লা মেডিকেল কলেজের নেফ্রোলজি বিভাগ আয়োজিত র্যালিটি মেডিকেল কলেজের মূল ফটক থেকে বের হয়ে মেডিকেল কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ মিনারের সামনে এসে শেষ হয়।এসময় কুমিল্লা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর আলম মজুমদার, কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালের নেফ্রলজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. বাবলু কুমার পাল, কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ আজিজুল হোসেন, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. শাহজাহান, সহকারী পরিচালক ডা. নিশাত সুলতানা প্রমূখ উপস্থিত ছিলেন। এছাড়াও অন্যান্য শিক্ষক ও চিকিৎসকগন এতে অংশগ্রহণ করেন।এসময় কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালের নেফ্রলজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. বাবলু কুমার পাল বলেন, কিডনি রোগ তখন হয় যখন কিডনি তার স্বাভাবিক কার্যক্ষমতা হারাতে শুরু করে এবং শরীরের বর্জ্য ও অতিরিক্ত পানি ফিল্টার করতে ব্যর্থ হয়। এটি দীর্ঘমেয়াদে বিপজ্জনক হতে পারে এবং ডায়ালাইসিস বা কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন হতে পারে।তিনি জানান, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ২২ শয্যা বিশিষ্ট নেফ্রলজি বিভাগ চালু রয়েছে। যার মধ্যে সাত বেডের ডায়ালাইসিস ইউনিট। প্রতিদিন দুই শিফটে ডায়ালাইসিস চলে। সাত বেডের ডায়ালাইসিস ইউনিটকে ৫০ বেডে উন্নীত করার প্রক্রিয়া চলমান রয়েছে। এখন থেকে কিডনি রোগে আক্রান্তরা সেবা গ্রহণের সুযোগ রয়েছে।অধ্যাপক ডা. বাবলু কুমার পালেআরও জানান, সম্প্রতি কুমিল্লা মেডিকেল কলেজের নেফ্রোলজি বিভাগের শিক্ষক ও চিকিৎসকগণের অংশগ্রহণে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে আলোচকগণ কিডনি রোগ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, রোগ সনাক্ত করে কিডনির বিকল্প প্রতিরোধ করতে চিকিৎসা প্রদান সম্পর্কে আলোচনা করেন। তারা বলেন, প্রতিটি মানুষকে স্বাস্থ্য সচেতন হতে হবে। এক্ষত্রে কিডনী বিষয়েও সচেতনতা জরুরী।