ঢাকা , সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম ::
চৌদ্দগ্রামে ৬০ কেজি গাঁজা সহ কাভার্ডভ্যান জব্দ চৌদ্দগ্রামের তারাশাইল উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান বুড়িচং জরুইনে ঘোড়া প্রতিকের নির্বাচনী সভা অনুষ্ঠিত বরুড়ায় সুষ্ঠু নির্বাচনের দাবিতে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন চৌদ্দগ্রামে বাস খাদে পড়ে নিহত ৫, আহত ১৫ মনোয়ার হোসেন: ২১ তারিখ ভোট দিয়ে সকল প্রকার অপশাসনের জবাব দিবেন : ইঞ্জিঃ আক্তারুজ্জামান রিপন  কুমিল্লায় নারীসহ দুইজনের মৃত্যুদণ্ড, একজনের সাত বছরের কারাদণ্ড  চৌদ্দগ্রামে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক যাদের বাড়ি এই এলাকায় নয়, দয়া করে তাদের আপনারা ভোট দিবেন না : ইঞ্জি: আক্তারুজ্জামান রিপন  যারা গত ১৫ বছরে এক কিলোমিটার রাস্তা বানাতে পারেনি, তারা কিভাবে ভোট চাইতে আসে : ইঞ্জি: রিপন
নোটিশ :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে, প্রতিনিধি হতে আগ্রহীরা আজই সিভি পাঠিয়ে দিন ইমেইল : cumillabulletin@gmail.com

চৌদ্দগ্রামে জোরপূর্বক মাটি ভরাট করে জায়গা দখলের চেষ্টার অভিযোগ

স্টাফ রিপোর্টার

কুমিল্লার চৌদ্দগ্রামে জোরপূর্বক অন্যের জমিতে দুই দফা রাতের আঁধারে মাটি ভরাট করে জায়গা দখলের চেষ্টার অভিযোগ উঠেছে সালমা বেগম নামে এক নারীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের উত্তর বাবুচি গ্রামে। সালমা বেগম একই ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মো: জাহাঙ্গীর আলমের স্ত্রী। এ ঘটনার প্রতিকার ও দোষীদের শাস্তির দাবি করে চৌদ্দগ্রাম থানায় অভিযুক্ত সালমা বেগম সহ অজ্ঞাতনামা আরো চার-পাঁচজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগি নুরে আলম।থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগি উপজেলার ঘোলপাশা ইউনিয়নের জগমোহনপুর (উত্তর বাবুচি) গ্রামের আলী আকবর এর ছেলে নুরে আলম বাবুচি উত্তর মৌজায় বিএস ফাইনাল খতিয়ান-৪৪২ এর বিএস ৭২৯ ও ৭৩০ দাগে ১৬ শতক জায়গা ক্রয়সূত্রে মালিক হইয়া দীর্ঘদিন যাবৎ ভোগদখল করিয়া আসিতেছেন। বর্ণিত জায়গায় বিবাদিনী সালমা বেগম এর কোনো শর্ত বা স্বার্থ নাই। এরপরও সালমা বেগম স্থানীয় কতিপয় অজ্ঞাতনামা লোকের সহযোগিতায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত ২৪ ফেব্রুয়ারী রাতের আঁধারে মাটি ভরাট করে জোরপূর্বক নুরে আলমের তিন শতক জমি দখলের চেষ্টা করেন। ঘটনাটি জানতে পেরে ভুক্তভোগি এ ব্যাপারে প্রতিবাদ করেন এবং গ্রাম্য গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করেন। পরে তাদের সহযোগিতায় বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার শালিস বৈঠক হয়। সর্বশেষ বৈঠকে শালিসদারদের সিদ্ধান্ত মোতাবেক অভিযুক্ত সালমা বেগম নুরে আলমের জমিতে ভরাটকৃত মাটিগুলো দুই দিনের মধ্যে সরিয়ে ফেলার অঙ্গীকার করেন। কিন্তু শালিস-বৈঠকের কয়েক সপ্তাহ অতিবাহিত হলেও অভিযুক্ত সালমা বেগম ভুক্তভোগির জমিতে ভরাটকৃত ওই মাটিগুলো না সরিয়ে গত ১৯ এপ্রিল রাতের আঁধারে পুনরায় মাটি ভরাট শুরু করেন। ঘটনাটি জানতে পেরে ভুক্তভোগি ওই দিন রাতেই জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে পুলিশি সহযোগিতা চাইলে দ্রুত সময়ের মধ্যে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মাটি ভরাটের কাজ বন্ধ করে দেয়। পরদিন সকালে ভুক্তভোগি ঘটনাস্থলে (তার নিজ জমিতে) গিয়ে এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সালমা বেগম ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করতে উদ্ধত হন এবং প্রাণনাশের হুমকি সহ বিভিন্ন হুমকি-ধমকি প্রদান করেন। পরে তিনি শনিবার (২০ এপ্রিল) দুপুরে চৌদ্দগ্রাম থানায় এ বিষয়ে সালমা বেগম সহ অজ্ঞাতনামা আরো কয়েজনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।এ বিষয়ে ভুক্তভোগি নুরে আলম জানান, ‘আমার ক্রয়কৃত নিষ্কন্টক একটি জায়গার উপর সৈয়দপুরের জাহাঙ্গীর আলমের স্ত্রী সালমা বেগম অজ্ঞাতনামা কতিপয় লোকের সহযোগিতায় রাতের আঁধারে মাটি ভরাট করে জোরপূর্বক তিন শতক জায়গা দখলের চেষ্টা করে। এতে আমি বাধা দিলে সে আমাকে প্রাণনাশের হুমকি সহ ক্ষতিসাধনের বিভিন্ন হুমকি-ধমকি অব্যাহত রেখেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে আমি থানায় অভিযোগ দায়ের করেছি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আমি প্রশাসনের নিকট বিনীত আহবান জানাচ্ছি।’অভিযুক্ত সালমা বেগম বলেন, ‘আমি নুরে আলমকে ১ শতক জায়গার জন্য ২ লাখ ৭০ হাজার টাকা দিয়েছি। তার কথামতই আমি মাটি ভরাট করেছি।’এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মো: বশির আহমেদ বলেন, ‘নুরে আলমকে টাকা দেওয়ার বিষয়ে সালমা বেগম কোনো প্রমাণ দিতে পারেননি। সালমা বেগমকে মাটি সরিয়ে নিতে বলা হয়েছে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চৌদ্দগ্রামে ৬০ কেজি গাঁজা সহ কাভার্ডভ্যান জব্দ

চৌদ্দগ্রামে জোরপূর্বক মাটি ভরাট করে জায়গা দখলের চেষ্টার অভিযোগ

আপডেট সময় ০১:৩৬:১৫ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪

স্টাফ রিপোর্টার

কুমিল্লার চৌদ্দগ্রামে জোরপূর্বক অন্যের জমিতে দুই দফা রাতের আঁধারে মাটি ভরাট করে জায়গা দখলের চেষ্টার অভিযোগ উঠেছে সালমা বেগম নামে এক নারীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের উত্তর বাবুচি গ্রামে। সালমা বেগম একই ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মো: জাহাঙ্গীর আলমের স্ত্রী। এ ঘটনার প্রতিকার ও দোষীদের শাস্তির দাবি করে চৌদ্দগ্রাম থানায় অভিযুক্ত সালমা বেগম সহ অজ্ঞাতনামা আরো চার-পাঁচজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগি নুরে আলম।থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগি উপজেলার ঘোলপাশা ইউনিয়নের জগমোহনপুর (উত্তর বাবুচি) গ্রামের আলী আকবর এর ছেলে নুরে আলম বাবুচি উত্তর মৌজায় বিএস ফাইনাল খতিয়ান-৪৪২ এর বিএস ৭২৯ ও ৭৩০ দাগে ১৬ শতক জায়গা ক্রয়সূত্রে মালিক হইয়া দীর্ঘদিন যাবৎ ভোগদখল করিয়া আসিতেছেন। বর্ণিত জায়গায় বিবাদিনী সালমা বেগম এর কোনো শর্ত বা স্বার্থ নাই। এরপরও সালমা বেগম স্থানীয় কতিপয় অজ্ঞাতনামা লোকের সহযোগিতায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত ২৪ ফেব্রুয়ারী রাতের আঁধারে মাটি ভরাট করে জোরপূর্বক নুরে আলমের তিন শতক জমি দখলের চেষ্টা করেন। ঘটনাটি জানতে পেরে ভুক্তভোগি এ ব্যাপারে প্রতিবাদ করেন এবং গ্রাম্য গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করেন। পরে তাদের সহযোগিতায় বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার শালিস বৈঠক হয়। সর্বশেষ বৈঠকে শালিসদারদের সিদ্ধান্ত মোতাবেক অভিযুক্ত সালমা বেগম নুরে আলমের জমিতে ভরাটকৃত মাটিগুলো দুই দিনের মধ্যে সরিয়ে ফেলার অঙ্গীকার করেন। কিন্তু শালিস-বৈঠকের কয়েক সপ্তাহ অতিবাহিত হলেও অভিযুক্ত সালমা বেগম ভুক্তভোগির জমিতে ভরাটকৃত ওই মাটিগুলো না সরিয়ে গত ১৯ এপ্রিল রাতের আঁধারে পুনরায় মাটি ভরাট শুরু করেন। ঘটনাটি জানতে পেরে ভুক্তভোগি ওই দিন রাতেই জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে পুলিশি সহযোগিতা চাইলে দ্রুত সময়ের মধ্যে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মাটি ভরাটের কাজ বন্ধ করে দেয়। পরদিন সকালে ভুক্তভোগি ঘটনাস্থলে (তার নিজ জমিতে) গিয়ে এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সালমা বেগম ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করতে উদ্ধত হন এবং প্রাণনাশের হুমকি সহ বিভিন্ন হুমকি-ধমকি প্রদান করেন। পরে তিনি শনিবার (২০ এপ্রিল) দুপুরে চৌদ্দগ্রাম থানায় এ বিষয়ে সালমা বেগম সহ অজ্ঞাতনামা আরো কয়েজনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।এ বিষয়ে ভুক্তভোগি নুরে আলম জানান, ‘আমার ক্রয়কৃত নিষ্কন্টক একটি জায়গার উপর সৈয়দপুরের জাহাঙ্গীর আলমের স্ত্রী সালমা বেগম অজ্ঞাতনামা কতিপয় লোকের সহযোগিতায় রাতের আঁধারে মাটি ভরাট করে জোরপূর্বক তিন শতক জায়গা দখলের চেষ্টা করে। এতে আমি বাধা দিলে সে আমাকে প্রাণনাশের হুমকি সহ ক্ষতিসাধনের বিভিন্ন হুমকি-ধমকি অব্যাহত রেখেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে আমি থানায় অভিযোগ দায়ের করেছি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আমি প্রশাসনের নিকট বিনীত আহবান জানাচ্ছি।’অভিযুক্ত সালমা বেগম বলেন, ‘আমি নুরে আলমকে ১ শতক জায়গার জন্য ২ লাখ ৭০ হাজার টাকা দিয়েছি। তার কথামতই আমি মাটি ভরাট করেছি।’এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মো: বশির আহমেদ বলেন, ‘নুরে আলমকে টাকা দেওয়ার বিষয়ে সালমা বেগম কোনো প্রমাণ দিতে পারেননি। সালমা বেগমকে মাটি সরিয়ে নিতে বলা হয়েছে।’